AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মিমি-শুভশ্রীকে নিয়ে ছবির কথা ভাবছিলাম, কিন্তু…’, চমকপ্রদ খবর দিলেন রাজ

রাজ চক্রবর্তীর পরিচালনায় 'হোক কলরব' মুক্তি পাবে ২৩ জানুয়ারি। একঝাঁক নতুন মুখকে বড়পর্দায় নিয়ে আসছেন রাজ। এই ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক সময়ে দেব-শুভশ্রীকে যেমন বড়পর্দায় নিয়ে এসেছিলেন রাজ, তেমনই নায়িকা মিমি চক্রবর্তীর প্রথম ছবি পরিচালক রাজের হাত ধরে।

'মিমি-শুভশ্রীকে নিয়ে ছবির কথা ভাবছিলাম, কিন্তু...', চমকপ্রদ খবর দিলেন রাজ
| Updated on: Jan 19, 2026 | 11:22 AM
Share

রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘হোক কলরব’ মুক্তি পাবে ২৩ জানুয়ারি। একঝাঁক নতুন মুখকে বড়পর্দায় নিয়ে আসছেন রাজ। এই ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক সময়ে দেব-শুভশ্রীকে যেমন বড়পর্দায় নিয়ে এসেছিলেন রাজ, তেমনই নায়িকা মিমি চক্রবর্তীর প্রথম ছবি পরিচালক রাজের হাত ধরে।

রাজের পরিচালনায় মিমিকে দেখা যাচ্ছে না কেন? TV9 বাংলার সঙ্গে সাক্ষাত্‍কারে রাজ খোলসা করলেন, ”মিমির সঙ্গে কাজ হতেই পারে। যদি মনে হয়, আমি যে ছবি করছি, সেখানে মিমির উপযুক্ত কোনও চরিত্র আছে। মিমি অবশ্য সেই কাজ করবে কিনা, সেই প্রশ্নের উত্তর ও দিতে পারবে।”

মিমি এর আগে TV9 বাংলার সঙ্গেই এক সাক্ষাত্‍কারে স্পষ্ট করে দিয়েছেন, রাজ চক্রবর্তীর পরিচালনায় ছবি করতে তাঁর কোনও সমস্যা নেই। আসলে রাজ-মিমি এক সময়ে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ হয়। এরপর রাজের পরিচালনায় মিমিকে আর কাজ করতে দেখা যায়নি। তবে ইদানীং শুভশ্রীর সঙ্গে মিমির সখ্য চোখে পড়ার মতো। দুই নায়িকার ইনস্টাগ্রাম কোল্যাবের ভিউ ১০ মিলিয়ন ছাড়িয়েছে।

এরপর রাজ যোগ করেন, ”মিমি অত্যন্ত ভালো কাজ করে। আসলে আমাদের টলিউডে যাঁরা কাজ করেন, তাঁরা সকলেই খুব ভালো। আমি মিমি আর শুভশ্রীকে নিয়ে ছবি করব ভাবছিলাম। কিন্তু অন্য পরিচালকরা সেরকমই ভাবতে শুরু করেছেন বলে, আমি সেই ভাবনাটা থামিয়েছি।” খোঁজ নিয়ে জানা গেল, টলিপাড়ায় দুই পরিচালক নাকি ইতিমধ্যেই মিমি-শুভশ্রীকে নিয়ে ছবি তৈরির কথা ভেবেছেন। তবে রাজের পরিচালনায় মিমি-শুভশ্রীর ছবি হলে তা অন্য মাত্রা পাবে, এ নিয়ে সংশয় নেই। আগামী দিনে মিমি-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে কিনা, সেই দিকে নজর থাকবে।