ছেলের জন্মের ছ’মাসের মধ্যে ফের মা হচ্ছেন ঋদ্ধিমা ঘোষ?

Mar 11, 2024 | 8:21 PM

Ridhima Ghosh: গত বছর পয়লা বৈশাখের সময়ই সন্তান আসার খবর জানান ঋদ্ধিমা। বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।”

ছেলের জন্মের ছমাসের মধ্যে ফের মা হচ্ছেন ঋদ্ধিমা ঘোষ?
ফের মা হচ্ছেন ঋদ্ধিমা ঘোষ?

Follow Us

একটি ছবি, আর সেই ছবিকে ঘিরেই এখন হচ্ছে জোর আলোচনা। নেটিজেনদের মনে নানা ধরনের প্রশ্ন দিচ্ছে উঁকি। মা হচ্ছেন ঋদ্ধিমা ঘোষ? এ দিন ঋদ্ধিমা স্বামী গৌরব চক্রবর্তীর সঙ্গে পোস্ট করেছেন এক ছবি। সাবেকি সাজে, উঁকি দিচ্ছে বেবিবাম্প। গয়নায় নিজেকে মুড়ে ঋদ্ধিমা লিখেছেন, ‘সাধের অনুষ্ঠান। যে দিন নতুন যাত্রার দিকে এগিয়ে যাচ্ছিলাম।” এর পরেই অনেকেরই প্রশ্ন, “মা হচ্ছেন আপনি আবারও?” গত সেপ্টেম্বর মাসেই ছেলের জন্ম দিয়েছিলেন ঋদ্ধিমা। আবারও সুখবর? জানিয়ে রাখা যাক, ক্যাপশনেই কিন্তু যাবতীয় উত্তর দিয়ে দিয়েছেন অভিনেত্রী। স্পষ্ট লিখেই দিয়েছেন, ‘থ্রো ব্যাক’ অর্থাৎ ফিরে দেখা। পুরনো ছবি শেয়ার করেই আরও একবার নস্টালজিক তিনি।

গত বছর পয়লা বৈশাখের সময়ই সন্তান আসার খবর জানান ঋদ্ধিমা। বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।” এর পর সেপ্টেম্বর মাসে আসে গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষের পুত্রসন্তান ধীর। আপাতত ধীরকে নিয়েই ব্যস্ত রয়েছেন ঋদ্ধিমা। কাজ থেকেও নিয়েছেন খানিক বিরতি। গৌরব যদিও কাজে ফিরেছেন। কিছু দিন আগেই রাজস্থানে শুটিং থাকার কারণে স্ত্রীর জন্মদিন মিস করেছিলেন তিনি। তা নিয়ে দুঃখপ্রকাশও করেছিলেন সামাজিক মাধ্যমে।

Next Article