দেশ ছাড়ছেন শাহরুখ খান! নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত বাদশার?
পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে এমনিতেই গোটা দেশ তটস্থ। কাশ্মীরে ঘটে যাওয়া হত্যালীলাকে নিন্দা করে অনেক তারকাই নিজেদের নানা অনুষ্ঠান বাতিল করেছেন। আমির খান যেমন, 'আন্দাজ আপনা আপনা' ছবির ফের মুক্তির অনুষ্ঠানে গহাজির ছিলেন না।

বলিপাড়ায় জোর খবর। শাহরুখ নাকি দেশ ছাড়ছেন। গুঞ্জনে রয়েছে আগামী সপ্তাহেই নাকি মুম্বই ছেড়ে বিলেতে পাড়ি দিচ্ছেন বলিউড বাদশা। তা হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন শাহরুখ?
পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে এমনিতেই গোটা দেশ তটস্থ। কাশ্মীরে ঘটে যাওয়া হত্যালীলাকে নিন্দা করে অনেক তারকাই নিজেদের নানা অনুষ্ঠান বাতিল করেছেন। আমির খান যেমন, ‘আন্দাজ আপনা আপনা’ ছবির ফের মুক্তির অনুষ্ঠানে গহাজির ছিলেন না। অন্যদিকে সলমনও তাঁর ওয়ার্ল্ড ট্যুর বাতিল করেছেন। প্রশ্ন উঠেছে, পহেলগাঁওয়ের ঘটনার কারণেই কি শাহরুখ দেশ ছাড়ছেন? নিন্দুকরা প্রশ্ন তুলছেন, শাহরুখ কি তাহলে নিরাপত্তাহীনতায় ভুগছেন?
বলিপাড়ায় শাহরুখের এই বিদেশ ভ্রমণ নিয়ে নানা কিছু রটলেও, শোনা যাচ্ছে, শাহরুখ নাকি মার্ভেল স্টুডিওর সঙ্গে হাত মেলাতেই হলিউডে উড়ে যাচ্ছেন। বেশ কয়েক বছর আগেই শোনা গিয়েছিল, শাহরুখ নাকি অ্যাভেঞ্জার্স টিমে অভিনয় করতে চলেছেন। এই গুঞ্জন শুরু হয়, হলিউড অভিনেতা অ্যান্টনি ম্য়াকির, শাহরুখকে নিয়ে এক মন্তব্য থেকেই। তবে প্রথম শাহরুখ এসব খোলসা করতে না চাইলেও, এখন শোনা যাচ্ছে মার্ভেল প্রোডাকশনের সঙ্গে কথা বলতেই শাহরুখ বিদেশে পাড়ি দিচ্ছেন।
তবে বলিউডের একাংশ মনে করছেন, নিরাপত্তার কারণেই শাহরুখ নাকি দেশ ছাড়ছেন। রটনা অনুযায়ী, শাহরুখ নাকি খুব শীঘ্রই বড় কিছু ঘোষণা করতে চলেছেন। তবে এসব রটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন শাহরুখ খান।
অন্যদিকে, সোশাল মিডিয়ায় ছড়িয়েছে শাহরুখের একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, জার্মানিতে এক অনুরাগী অটোগ্রাফ দিচ্ছেন শাহরুখ।
