গায়ের হলুদ অনুষ্ঠানের ছবি পোস্ট, বিয়ে করছে ‘ভুতু’ সিরিয়ালের দুষ্টু ভূত আরশিয়া?
Bhutu: ২০১৬ সালে প্রথম সম্প্রচার। ৩০১ এপিসোড জুড়ে চলেছিল 'ভুতু'। সিরিয়ালের দুষ্টু-মিষ্টি ভূত ভুতুর চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে অভিনেত্রী আরশিয়া মুখোপাধ্য়ায়। সিরিয়ালের হিন্দি রিমেকেও অভিনয় করে ফেলেছে সে। দারুণ জনপ্রিয় হয়েছে হিন্দি 'ভুতু'ও। রটেছে, ভুতু নাকি বিয়ে করছে? সত্যি?
মাত্র ৪-৫ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয় ভুতুর। ভুতুকে নিশ্চয়ই মনে আছে আপামর বাঙালির? আকারে বড় ফুল হাতা শার্ট পরে কেরামতি দেখাত ছোট্ট ভূত ভুতু। রোজ রাতে টিভির পর্দায় ভেসে উঠত সে। তাকে দেখে আট থেকে আশি সকলেই বিমোহিত ছিল। সেই ভুতুকে নিয়ে কম উৎসাহ ছিল না মানুষের মনে। একটা সময় ‘ভুতু’ এতটাই জনপ্রিয় একটা ধারাবাহিক ছিল যে, হিন্দিতেও তৈরি হয়েছিল। এবং সেই সিরিয়ালেও ভুতু ছিল বাংলারই। অর্থাৎ, দুই ভাষার ভুতুতেই অভিনয় করেছিল শিশু শিল্পী আরশিয়া মুখোপাধ্য়ায়।
সেই আরশিয়া এখন কী করছে? সে এখন অনেকটাই বড় হয়েছে। স্কুলে পড়ে। লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে দিনরাত। কিন্তু সে ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। নিয়মিত আপডেট দিতে থাকে। এবার তাঁকে নিয়ে রটেছে কিছু কথা।
ভুতু নাকি বিয়ে করছে? ইনস্টাগ্রামে আরশিয়ার পোস্ট করা একটা ছবিকে ঘিরেই এমনটা রটেছে। দেখা যাচ্ছে বয়ঃসন্ধির ভুতু, অর্থাৎ অভিনেত্রী আরশিয়া মুখোপাধ্যায়ের গালে হলুদ লাগানো। ছবিটি আরশিয়ার মুখের ক্লোজআপ। ক্যাপশনে লেখা, “গায়ে হলুদ অনুষ্ঠান”। ভুতুর গালে হালকা হলুদ দেখে নেটিজ়েনদের কেউ-কেউ প্রশ্ন করেছেন, “তোমার বিয়ে নাকি?” কেউ লিখেছেন, “বিয়ে পাকা হয়ে গিয়েছে?”
View this post on Instagram
কিন্তু এর উত্তর মেলেনি। বিয়ের মরশুম চলছে এখন। ভুতু গিয়েছিল বিয়ে বাড়িতে। সেখানে গিয়েই এই ছবি পোস্ট। এবং তাতেই নেটিজ়েনদের কৌতূহল। যদিও কোনও উত্তরই মেলেনি ভুতুর থেকে।