LPG Price Hike: নতুন বছরের প্রথম দিনেই চোখে জল, ১১১ টাকা বেড়ে গেল LPG সিলিন্ডারের দাম! নতুন রেট কত হল, দেখে নিন
LPG Rate on 1st January 2026: প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামে তুলনামূলক বিচার করে এবং তার সাপেক্ষে দেশীয় বাজারে এলপিজি সিলিন্ডার ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে।

কলকাতা: নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা। ২০২৬ সালের প্রথম দিনেই এক লাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১১১ টাকা। আজ, ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে নতুন দাম। এবার থেকে এলপিজি সিলিন্ডার কিনতে কত খরচ পড়বে, জেনে নিন-
প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামে তুলনামূলক বিচার করে এবং তার সাপেক্ষে দেশীয় বাজারে এলপিজি সিলিন্ডার ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। ২০২৬ সালের ১ জানুয়ারিও আন্তর্জাতিক বাজারের দামের বিচার করে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল। তবে ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
এলপিজি সিলিন্ডারের নতুন দাম-
ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, সারা দেশে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ১১১ টাকা বেড়েছে। দিল্লিতে এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১৬৯১.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১৭৯৫ টাকা। মুম্বইতে আজ থেকে নতুন দাম হল ১৬৪২.৫০ টাকা। চেন্নাইতে ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৮৪৯.৫০ টাকা।
১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়ার ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে খরচ বাড়বে, কারণ এই সমস্ত প্রতিষ্ঠানেই ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার হয়।
অন্যদিকে, গৃহস্থের রান্নাঘরে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম রয়েছে ৮৫৩ টাকা। মুম্বইতে ৮৫২.৫০ টাকা, কলকাতাতে ৮৭৯ টাকা দাম। চেন্নাইতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম পড়বে ৮৬৮ টাকা। গত বছর, ২০২৫ সালে মোট ১০বার দাম কমানো হয়েছিল। এই বছরের প্রথম মাসে দাম বাড়লেও আগামিদিনে এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে বলেই আশা।
