Indian Football: সংকটে ভারতীয় ফুটবল, আইএসএলের ক্লাবগুলোকে ডেডলাইন ফেডারেশনের
আইএসএল নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছেই। সমস্যা মেটাতে দেশের ক্রীড়ামন্ত্রকও আসরে নেমেছে। আইএসএলের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেন ফেডারেশন কর্তারা। এমনকি লিগ চালাতে নতুন রোডম্যাপও দেয় এআইএফএফ। অথচ জট কেটেও কাটছে না।

কলকাতা: সংকটে ভারতীয় ফুটবল। আইএসএল নিয়ে টালবাহানা অব্যাহত। এবার আইএসএলের ক্লাবগুলোকে পাল্টা চাপে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল, মোহনবাগানসহ আইএসএলের ক্লাবগুলোকে ডেডলাইন ফেডারেশনের। ফেডারেশনের প্রস্তাবিত ফরম্যাটে তারা খেলতে রাজি কিনা তা জানাতে হবে। আগামিকালের মধ্যেই ফেডারেশনের চিঠির উত্তর দিতে হবে ক্লাবগুলোকে।
আইএসএল নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছেই। সমস্যা মেটাতে দেশের ক্রীড়ামন্ত্রকও আসরে নেমেছে। আইএসএলের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেন ফেডারেশন কর্তারা। এমনকি লিগ চালাতে নতুন রোডম্যাপও দেয় এআইএফএফ। অথচ জট কেটেও কাটছে না। আর তাতেই সুতোর মতো ঝুলছে লিগের ভবিষ্যৎ।
২ জানুয়ারি ক্রীড়ামন্ত্রকের সঙ্গে ফের বৈঠকে বসছে ফেডারেশন। আইএসএলের ক্লাবগুলোর সঙ্গে একাধিক বৈঠকের নির্যাস ক্রীড়ামন্ত্রকের কাছে তুলে ধরবে ফেডারেশন। ৫ তারিখ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি।
এএফসির স্লট এবার ভারত পাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এএফসির সঙ্গে এ ব্যাপারে কথা চালাচ্ছে ফেডারেশন। কারণ কমপক্ষে ২৪ ম্যাচ খেলা ছাড়া এএফসি স্লট পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এদিকে কমার্শিয়াল পার্টনার কে হবে তা এখনও নিশ্চিত হয়নি। এত সব কিছুর ধোঁয়াশার মধ্যেই ফেডারেশনকে চিঠির উত্তর দিতে হবে ক্লাবগুলোকে। ফলে সব মিলিয়ে একটা জট পাঁকিয়ে রয়েছে। কিভাবে এই জট ছাড়বে, কেই বা এই জট ছাড়াবে সেই প্রশ্নের উত্তর খুঁজছে ভারতীয় ফুটবলমহল। নতুন বছরে ভারতীয় ফুটবলের সমস্যার সমাধান হয় কিনা সেটাই দেখার।
