বাংলায় মাথা পিছু আয় কত? তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর
রাজ্যে শিল্প নেই বলে তৃণমূলকে বারবার নিশানা করে বিরোধীরা। এবার বাংলায় যুব সমাজ বঞ্চিত ভোটের সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে মাথা পিছু আয় নিয়েও তৃণমূলকে কটাক্ষ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিধানসভার বিরোধী দলনেতা লেখেন, 'মাথা পিছু আয়ে দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলা। তিন থেকে ২৪ নম্বরে নেমে গিয়েছে। জাতীয় আয়ের থেকে ১৬ শতাংশ কমেছে মাথা পিছু আয়। তৃণমূলের আমলে বাংলার যুব সমাজ বঞ্চিত। শিল্প পালিয়ে গিয়েছে। কারখানা বন্ধ। কর্মসংস্থান নেই। যথেষ্ট হয়েছে। আর নয়। এবার আসল পরিবর্তন হবে। বিজেপি বাংলার গৌরব, সম্মান পুনরুদ্ধার করবে।'
রাজ্যে শিল্প নেই বলে তৃণমূলকে বারবার নিশানা করে বিরোধীরা। এবার বাংলায় যুব সমাজ বঞ্চিত ভোটের সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে মাথা পিছু আয় নিয়েও তৃণমূলকে কটাক্ষ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিধানসভার বিরোধী দলনেতা লেখেন, ‘মাথা পিছু আয়ে দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলা। তিন থেকে ২৪ নম্বরে নেমে গিয়েছে। জাতীয় আয়ের থেকে ১৬ শতাংশ কমেছে মাথা পিছু আয়। তৃণমূলের আমলে বাংলার যুব সমাজ বঞ্চিত। শিল্প পালিয়ে গিয়েছে। কারখানা বন্ধ। কর্মসংস্থান নেই। যথেষ্ট হয়েছে। আর নয়। এবার আসল পরিবর্তন হবে। বিজেপি বাংলার গৌরব, সম্মান পুনরুদ্ধার করবে।’

