বচ্চন পরিবার থেকে সত্যি বাদ পড়ল ঐশ্বর্য-আরাধ্যা, ছবি সামনে আসতেই শোরগোল

Bollywood Gossip: কখনও দেখা যাচ্ছে অম্বানি পরিবারে সকলের সঙ্গে আনন্দ করতে করতেই পৌঁছে যাচ্ছেন ঐশ্বর্য ও আরাধ্যা। আবার কখনও দেখা যাচ্ছে পরিবারের বিশেষ বিশেষ অনুষ্ঠানে ঐশ্বর্যের কোনও ছবি থাকছে না। 

বচ্চন পরিবার থেকে সত্যি বাদ পড়ল ঐশ্বর্য-আরাধ্যা, ছবি সামনে আসতেই শোরগোল

Mar 26, 2024 | 10:41 AM

বেশ কিছুদিন ধরে বচ্চন পরিবারকে ঘিরে সোশ্যাল মিডিয়া শোরগোল বর্তমান, খবর একটাই, কেমন আছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন? উত্তরটা আজও সকলের অজানা। যখন যে ছবি সামনে আসতে দেখা যায়, সেই খবরই ছড়িয়ে পড়ে ভক্তদের মুখে মুখে। ২০২৩ সালের শেষ থেকেই একটাই জল্পনা চর্চায় জায়গা করে নিয়েছে, আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন আলাদা হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরের জেড়েই নানাজনের নানা মত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই খবরের ভিত্তিতেই সার্ভেলেন্সে এই পরিবার। কখনও দেখা যাচ্ছে অম্বানি পরিবারে সকলের সঙ্গে আনন্দ করতে করতেই পৌঁছে যাচ্ছেন ঐশ্বর্য ও আরাধ্যা। আবার কখনও দেখা যাচ্ছে পরিবারের বিশেষ বিশেষ অনুষ্ঠানে ঐশ্বর্যের কোনও ছবি থাকছে না।

এবার নভ্যা নভেলি নন্দা সোশ্যাল মিডিয়ায় দোলের ছবি শেয়ার করলেন। যেখানে পরিবারের অধিকাংশ সদস্যরা উপস্থিত থাকলেও উপস্থিত থাকলেন না ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন। বেশি কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই দুই নাকি বর্তমানে বচ্চন পরিবারে থাকছেন না। ঐশ্বর্যের সঙ্গে নাকি দিদার বাড়িতেই চলে গিয়েছে আরাধ্যা। তবে এই সকল জল্পনার মাঝে মুখে কুলুপ এঁটেছেন সকলেই। পরিবারের ভাঙনের খবর যতই চর্চায় জায়গা করে নিক না কেন, কেউ সেই প্রসঙ্গে মুখ খুলতে যে রাজি নন, তা একপ্রকার স্পষ্ট।

কেউ মনে করছেন পরিবারের সম্মানের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন, ঘনিষ্ট সূত্রে খবর তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও তা মেয়ের মুখ চেয়ে কাউকে সেভাবে জানতে দেওয়া হবে না। যদিও এখনও তাঁদের একাধিক জায়গা একসঙ্গেই দেখা যাচ্ছে। ফলে এই খবরের মধ্যে সত্যতা কতটা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ বর্তমান।