AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডে পা রেখে সত্যি কি কোনও আক্ষেপ আছে আলিয়ার মনে? বললেন…

Bollywood Gossip: নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে খুব বেশি সময় নেননি, আলিয়া ভাট। স্পষ্ট জানিয়েছিলেন, তিনি ভুলের মাধ্যমেই শিখছেন। আর সেই সাফল্য বর্তমানে যে পর্যায়ে পৌঁছিয়েছে সেখানে আলিয়া যাতেই হাত দিচ্ছেন, সেই ছবি-ই যেন হিট।

বলিউডে পা রেখে সত্যি কি কোনও আক্ষেপ আছে আলিয়ার মনে? বললেন...
| Updated on: May 22, 2024 | 8:00 PM
Share

আলিয়া ভাট, কেরিয়ারের শুরু থেকেই তিনি একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন। কখনও করণ জোহারের হাত ধরে ‘সানায়া’, কখনও আবার নিজেকে ভেঙে ‘রাজি’ ছবির অভিনেত্রী হয়ে ওঠা, কখনও আবার বলিউডের স্টাইলে রানি হয়ে ওঠা। বলিউডের রানি-ই বটে তিনি। এখন সর্বত্র তাঁর চাহিদা তুঙ্গে। নেপোকিডের তকমা নিয়ে স্বজন পোষণের কালিমা মাথায় লেপে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট। মহেশ ভাটের মেয়ে, করণ জোহারের হাত ধরে সিনে দুনিয়ায় পা রাখলেন, ‘সে তো ছবি পাবেই!’ এমনই মন্তব্য করেছিল শুরুতে অনেকেই। তবে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে খুব বেশি সময় নেননি, আলিয়া ভাট। স্পষ্ট জানিয়েছিলেন, তিনি ভুলের মাধ্যমেই শিখছেন। আর সেই সাফল্য বর্তমানে যে পর্যায়ে পৌঁছিয়েছে সেখানে আলিয়া যাতেই হাত দিচ্ছেন, সেই ছবি-ই যেন হিট।

শেষ মুক্তি পাওয়া ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। বর্তমানে তিনি তাঁর আগামী বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। এমনই সময় ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে তাঁকে প্রশ্ন করা হয়, কেরিয়ারে কি কোনও আক্ষেপ রয়েছে তাঁর? হাসতে হাসতে আলিয়া ভাট জানিয়েছিলেন, না, কোনও আক্ষেপ নেই তাঁর। কোনও চরিত্রকে নিয়ে তাঁর কিছু বলার নেই। কারণ প্রতিটা চরিত্রতে তিনি তাঁর নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। ভাল হোক, খারাপ হোক, যেমনই হোক তিনি খুশি তাঁর প্রতিটা কাজ নিয়ে।

ইতিমধ্যেই আলিয়া ভাটের ঝুলিতে বেশ কিছু পুরস্কার জায়গা করে নিয়েছে। সঞ্জয়লীলা ভনসালির ‘গঙ্গু’ প্রমাণ করে দিয়েছে তিনি কেবল শো-কল্ড কমার্শিয়াল অভিনেত্রী নন। তাঁকে দিয়ে ছক ভেঙে দাপুটে চরিত্র অনায়াসে করিয়ে নেওয়া যায়। এই চ্যালেঞ্জটা আলিয়া ভাট নিতে জানেন। তাই বর্তমানে তাঁকে নিয়ে আর কটাক্ষের ঝড় উঠে না নেটদুনিয়ায়। নেপটিজমের কালিমা লেপে তাঁকে নিয়ে সমালোচনা হয় না খুব একটা। বরং এখন তিনি বলিউডের তাজ। একবার কঙ্গনা রানাওয়াত বলেছিলেন, ”এটা আলিয়া ভাটের জগত যেখানে আমরা বাস করি।” দিন দিন তা সত্যি প্রমাণ করে চলেছেন অভিনেত্রী।