
‘ধূমকেতু’ ছবির প্রচার তুঙ্গে। বহু বছর পর দেব-শুভশ্রী জুটির সিনেমা বড়পর্দায় দেখা যাবে। অনুরাগীদের উত্তেজনা দেখার মতো। কয়েক বছর ধরে বাংলা সিনেমায় হিটের পর সুপারহিট ছবি দিয়েছেন দেব। এই ধরনের ট্রেন্ড কেবল দক্ষিণের ছবিতেই বেশি দেখা যায়। তবে কিছুদিন আগে খবরের শিরোনামে উঠে আসে দেব বাংলা ছেড়ে মুম্বই পাড়ি দিচ্ছেন। তাহলে কি বাংলা ছবি ছেড়ে মুম্বই ইন্ডাস্ট্রিতে পাঠাতে চাইছেন?
এই প্রশ্নের উত্তরে পরিষ্কার করে বললেন দেব, “প্রথমেই বলে রাখি আমি কখনও বলিনি কলকাতা ছেড়ে আমি মুম্বই যাচ্ছি। আমি বাংলাতেই থাকছি বাংলা ভাষায় কাজ করব। আমি বলেছিলাম, যে আমাদের আরও ভাল ভাল কাজ করতে হবে। ‘খাদান’ থেকে শুরু করে ‘রঘু ডাকাত ‘ সব ছবির মেকিং-এর কোনও কম্প্রমাইজ করতে চাই না। ছবির জন্য নানা ধরনের টেকনিকাল কাজের জন্য মুম্বইতে মাঝে মধ্যে যেতে হচ্ছে তাই ওখানে একটা সেটআপ করা।”
দেব আরও বলেন, “সাউথ-এর ছবির নায়কদের আমরা আজ চিনি কারণ, তাঁরা প্রাদেশিক ছবি করেই নাম করেছে। তাই আমিও বাংলা ছবির উন্নতি দেখতে চাই। খাদান এরপর বড় স্কেলে কাজ করতে চেয়েছিলাম, দর্শকরা দেখতে পাবে ‘রঘু ডাকাত ‘ দারুণ টেকনোলজি ব্যবহার হয়েছে। এই ছবির প্রি-টিজার দেখেই দর্শকদের দারুণ লেগেছে, ব্যক্তিগত স্তর থেকে স্যোশাল মিডিয়ায় কমেন্টের সুনামি উঠেছে।”