মালাইকার অনিচ্ছায় বিয়ে! তাই কি ১৮ বছরের মাথায় ভাঙে সম্পর্ক?

Malaika-Arbaaz: তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হল না। বলিউড সূত্রে খবর, তাঁদের মধ্যে সম্পর্ক নাকি এখন আর বর্তমান নয়। দু'জনেই নিজ-নিজ জীবনে এগিয়ে গিয়েছেন। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি মালাইকা।

| Edited By: | Updated on: Nov 15, 2024 | 7:56 PM
২৫ বছর বয়সে সলমন খানের ভাই আরবাজ খানকে বিয়ে করে মুম্বইয়ের খান পরিবারের বধূ হয়েছিলেন মালাইকা। তাঁর নামের সঙ্গে যুক্ত ছিল খান পদবীও।

২৫ বছর বয়সে সলমন খানের ভাই আরবাজ খানকে বিয়ে করে মুম্বইয়ের খান পরিবারের বধূ হয়েছিলেন মালাইকা। তাঁর নামের সঙ্গে যুক্ত ছিল খান পদবীও।

1 / 8
সেই মালাইকার বিয়ে ভাঙে ১৮ বছর দাম্পত্য জীবনে থাকার পর। ডিভোর্স হয়ে গিয়েছে তাঁদের। আরবাজ দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন মুম্বইয়ের এক নামকরা মেকআপ আর্টিস্ট সুরা খানকে।

সেই মালাইকার বিয়ে ভাঙে ১৮ বছর দাম্পত্য জীবনে থাকার পর। ডিভোর্স হয়ে গিয়েছে তাঁদের। আরবাজ দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন মুম্বইয়ের এক নামকরা মেকআপ আর্টিস্ট সুরা খানকে।

2 / 8
মালাইকা এবং আরবাজ় পুত্র আরহানের দায়দায়িত্ব সুন্দরভাবে পালন করেন আলাদা থেকেও। আরহান পালা করে থাকেন বাবা-মায়ের সঙ্গে। আরবাজকে বিয়ে করতে কি জোর করা হয়েছিল মালাইকাকে? কী বলেছেন মালাইকা?

মালাইকা এবং আরবাজ় পুত্র আরহানের দায়দায়িত্ব সুন্দরভাবে পালন করেন আলাদা থেকেও। আরহান পালা করে থাকেন বাবা-মায়ের সঙ্গে। আরবাজকে বিয়ে করতে কি জোর করা হয়েছিল মালাইকাকে? কী বলেছেন মালাইকা?

3 / 8
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন নিয়ে নানা কথা বলেছেন মালাইকা। জানিয়েছেন, তাঁকে কেউ জোর করে আরবাজের সঙ্গে বিয়ে দেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন নিয়ে নানা কথা বলেছেন মালাইকা। জানিয়েছেন, তাঁকে কেউ জোর করে আরবাজের সঙ্গে বিয়ে দেননি।

4 / 8
বলেছিলেন, “আমি এমন পরিবেশে বড় হইনি, যেখানে আমাকে জোর করে কেউ বিয়ে দেবেন। আমিই নিজেই নিয়েছিলাম বিয়ের সিদ্ধান্ত। বাড়িতে জানিয়েছিলাম ২২-২৩ বয়সে বিয়ে করে সংসারী হব। তাই আরবাজ়কে অল্প বয়সেই বিয়ে করে ফেলেছিলাম।”

বলেছিলেন, “আমি এমন পরিবেশে বড় হইনি, যেখানে আমাকে জোর করে কেউ বিয়ে দেবেন। আমিই নিজেই নিয়েছিলাম বিয়ের সিদ্ধান্ত। বাড়িতে জানিয়েছিলাম ২২-২৩ বয়সে বিয়ে করে সংসারী হব। তাই আরবাজ়কে অল্প বয়সেই বিয়ে করে ফেলেছিলাম।”

5 / 8
আরবাজ়কে কেন ডিভোর্স দিয়েছিলেন মালাইকা? উত্তরে অভিনেত্রী বলেছেন, “আমার ব্যক্তি বৃদ্ধির জন্য এটা খুবই দরকার। সন্তানকে আরও ভালভাবে মানুষ করতে, নিজেকে ভাল রাখতে এই সিদ্ধান্ত আমি নিয়েছিলাম।”

আরবাজ়কে কেন ডিভোর্স দিয়েছিলেন মালাইকা? উত্তরে অভিনেত্রী বলেছেন, “আমার ব্যক্তি বৃদ্ধির জন্য এটা খুবই দরকার। সন্তানকে আরও ভালভাবে মানুষ করতে, নিজেকে ভাল রাখতে এই সিদ্ধান্ত আমি নিয়েছিলাম।”

6 / 8
একদিকে যেমন মালাইকার সঙ্গে আইনি ছাড়াছাড়ির পর আরবাজ় বিয়ে করলেন সুরা খানকে, অন্যদিকে মালাইকাও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান।

একদিকে যেমন মালাইকার সঙ্গে আইনি ছাড়াছাড়ির পর আরবাজ় বিয়ে করলেন সুরা খানকে, অন্যদিকে মালাইকাও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান।

7 / 8
তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হল না। বলিউড সূত্রে খবর, তাঁদের মধ্যে সম্পর্ক নাকি এখন আর বর্তমান নয়। দু'জনেই নিজ-নিজ জীবনে এগিয়ে গিয়েছেন। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি মালাইকা।

তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হল না। বলিউড সূত্রে খবর, তাঁদের মধ্যে সম্পর্ক নাকি এখন আর বর্তমান নয়। দু'জনেই নিজ-নিজ জীবনে এগিয়ে গিয়েছেন। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি মালাইকা।

8 / 8
Follow Us: