
একজনের বয়স ৫৩, তো আরেক জনের বয়স ২৯। একজন কয়েক বছর হয়েছে পা দিয়েছেন বলিউডে। অন্যজন বলিউডের সম্রাজ্ঞী। একজনের দাদা আবার বলিউডের জনপ্রিয় নায়ক। তবে দাদাকে ছাড়াই, নিজের অভিনয়ের জোরে নাম করেছেন সেই নায়ক। হ্য়াঁ, কথা হচ্ছে শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের আর বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী তাব্বুর! এই চুমুকাণ্ডে তাঁদেরকে নিয়েই।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। ঈশান ও তাব্বু অভিনয় করেছিলেন আ সুইটেবল বয় নামের এক ওয়েব সিরিজে। সেখানেই এক চুম্বন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল এই দুই তারকাকে। তাব্বুকে চুম্বন থেকে গিয়েই একেবাকে ল্যাজেগোবরে অবস্থা হয়েছিল ঈশানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশান জানালেন, সেই শুটিংয়ের অভিজ্ঞতার কথা।
ঈশান জানিয়েছেন, তাব্বু পর্দায় যতটা সিরিয়াস, ক্য়ামেরা অফ হলে, একেবারে উলটো। ওর মতো দুষ্টু কেউ ছিল না আমাদের সেটে। আমার মনে আছে, চুম্বন দৃশ্যের ঠিক আগে আমার সঙ্গে নানারকম কথায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। আজব আজব প্রশ্ন। আমিও চুপচাপ উত্তর দিচ্ছিলাম। পরে বুঝেছিলাম আমাকে স্বাভাবিক করার জন্যই এমনটা করেছিল। তবে সেই মুহূর্তে একটু টেনশনে ছিলাম। পরে আমাকে তাব্বু বলেছিল, ইউ আর গুড কিশার…। পরে যখন তাব্বুর সঙ্গে দেখা হয়েছে, তখনই তাব্বু ওই চুম্বন দৃশ্যের প্রসঙ্গে তুলে রসিকতা করতেন।
ধড়ক ছবি থেকে বলিউডে পা রাখেন ঈশান। এই ছবিতে শ্রীদেবীকন্যা জাহ্নবীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। অভিনেত্রী নীলিমা আজিম ও অভিনেতা রাজেশ খট্টরের ছেলে তিনি। রাজেশকে বিয়ের আগে পঙ্কজ কাপুরকে বিয়ে করেছিলেন নীলিমা। নীলিমার আরেক ছেলের নাম শাহিদ কাপুর।