‘ভালবাসি হার্দিককে’, অকপট স্বীকারোক্তি ঈশিতার! কী তাঁর পরিচয়?

Aug 29, 2024 | 8:54 PM

Hardik Pandya: মাস দুয়েক আগেই বিয়ে ভাঙার কথা যৌথভাবে স্বীকার করেছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ। জানিয়েছিলেন একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না আর। এই মুহূর্তে ছেলে অগস্ত্যকে নিয়ে দেশের বাইরেই রয়েছেন নাতাশা।

ভালবাসি হার্দিককে, অকপট স্বীকারোক্তি ঈশিতার! কী তাঁর পরিচয়?

Follow Us

মাস দুয়েক আগেই বিয়ে ভাঙার কথা যৌথভাবে স্বীকার করেছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ। জানিয়েছিলেন একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না আর। এই মুহূর্তে ছেলে অগস্ত্যকে নিয়ে দেশের বাইরেই রয়েছেন নাতাশা। এত কিছুর মধ্যেই হঠাৎই হার্দিককে ভালবাসার কথা অকপটে স্বীকার করলেন ঈশিতা রাজ। জানিয়ে দিলেন ভালবাসেন তাঁকে। কে এই ঈশিতা? কী করেন? বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

ঈশিতা রাজ শর্মা জন্ম নেন ১৯৯০ সালের ১২ জুলাই। তিনি একজন অভিনেত্রী। ‘প্যায়ার কা পাঞ্চনামা’, ‘সোনু কি টিটু কি সুইটি’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। লাভ রঞ্জনের প্রায় সব ছবিতেই দেখা যায় তাঁকে। এবার ‘ফিল্মিজ্ঞান’ নামক এক সংবাদমাধ্যমে তাঁকে বলতে শোনা যায়, হার্দিককে তাঁর বেশ পছন্দ। তিনি আরও বলে, ক্রিকেট নিয়মিত দেখেন তিনি। এমনকি ‘আই লাভ ইউ’ বলতেও দ্বিধাবোধ করেননি ঈশিতা। যদিও এই ‘প্রেমপ্রস্তাব’ পেয়ে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া দেননি হার্দিক। ভবিষ্যতে ভাললাগা দুই পাক্ষিক হয় কিনা এখন সেটাই দেখার।

এই মুহূর্তে হার্দিকের নাম জড়িয়েছে ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে। একসঙ্গে বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে তাঁদের। যদিও প্রেমের কথা কেউই স্বীকার করেননি এযাবৎ। কেন বিচ্ছেদ হয় নাতাশা ও হার্দিকের? শোনা যাচ্ছে, হার্দিক নাকি বড় বেশি নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন। তাঁর এই স্বভাব পরিবর্তনের চেষ্টা করেন নাতাশা। তবে বারেবারেই ব্যর্থ হন তিনি। বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে বিচ্ছেদ হয়ে গেলেও এখনও দুই জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান।

Next Article