বলিউডে (bollywood) ডেবিউ ছবি। আর তাতে অভিনয় করতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালেও ভর্তি করা হয়েছিল নায়িকাকে। এখন তিনি ভাল আছেন। সুস্থ হওয়ার পর মুম্বইয়ের অংশের শুটিংও সদ্য শেষ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় টিমের কিছু সদস্যের সঙ্গে একটি গ্রুপ ছবি শেয়ার করে মুম্বইয়ের শিডিউল শেষ হওয়ার খবর দিয়েছেন রুক্মিণী। শুধুমাত্র ছবি তোলার সময় মাস্ক খোলা হয়েছে। বাকি শুটিংয়ের সময় করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠিন ভাবে মেনে চলা হয়েছে বলে বার্তা দিয়েছেন তিনি।
এই জার্নি রুক্মিণীর কাছে নাকি রোলার কোস্টারের মতো। দারুণ একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি। আবার করোনা আক্রান্ত হওয়ার পর যেভাবে অন্য শহরের হাসপাতালে একা থাকতে হয়েছে, তাতে মানসিক ভাবে অনেক স্ট্রং হতে পেরেছেন বলে মনে করেন। প্রাথমিক ভাবে ভেঙে পরলেও ধীরে ধীরে সুস্থ হয়েছেন। রুক্মিণী বিশ্বাস করেন, খারাপ সময় ঠিক কেটে যাবে। এই বিশ্বাসেই করোনার দিনগুলোতে একা লড়াই করেছেন নায়িকা।
ছবির নাম ‘সনক’। ডেবিউ ছবিতে বিদ্যুৎ জামালের সঙ্গে ফ্রেম শেয়ার করছেন রুক্মিণী। তিনি আগেই জানিয়েছেন, বলিউড ডেবিউ বলে এ ছবি আলাদা কিছু নয়। তাঁর কাছে ছবির গল্পই আসল। ফলে যেখানে ভাল গল্প পাবেন, তিনি কাজ করতে আগ্রহী।
বছর চারেক আগে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন রুক্মিণী। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘পাসওর্য়াড’ এর মতো ছবি করে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। কিছুদিন আগে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘সুইৎজারল্যান্ড’– এ অভিনয় করে যথেষ্ট প্রশংসা কুড়োন রুক্মিণী। বিপুল শাহের মতো হেভিওয়েট প্রযোজকের হাত ধরে বলিউডে ডেবিউ নিয়ে নিঃসন্দেহে খুশি তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন, সানি লিওনের জীবনে আজকের দিনটা স্পেশ্যাল, কেন?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘সনক’ অ্যকাশন– থ্রিলার। বিপুল শাহের সঙ্গে বিদ্যুৎ জামালের এটি পঞ্চম ছবি হতে চলেছে। তিনি এবং রুক্মিণী ছাড়াও চন্দন রায় সান্যাল, নেহা ধুপিয়ার মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হবে এই ছবি।