ব্যালেরিনায় মেতেছে জ্যাকলিন, পোস্ট করলেন ‘স্টানিং’ ছবি

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 14, 2021 | 1:10 PM

শুধু ব্যালেরিনা ডান্স নয়। জ্যাকলিন ঘোড়ায় চড়া এবং যোগ ব্যায়াম কিন্তু নিয়মিত চর্চা করেন। পোল ড্যান্সিংয়েরও ভীষণ ভক্ত জ্যাকলিন।

ব্যালেরিনায় মেতেছে জ্যাকলিন, পোস্ট করলেন ‘স্টানিং’ ছবি
জ্যাকলিন।

Follow Us

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline fernandez) সারপ্রাইজ দিতে ভীষণ ভালবাসেন। কখনও ছোটবেলার ছবি পোস্ট করে তো কখনও সলমনের খানের জন্মদিনে তাঁর সঙ্গে এক মজাদার ছবি পোস্ট করে হোক বারবার চোখ কেড়েছেন নেটিজেনের। তবে এবার স্টানিং অভিনেত্রী পোস্ট করলেন একেবারে অন্যরকম ছবি। একটি নয় তিন-চিনটে ছবি পোস্ট করেছেন জ্যাকলিন। এবং তাঁর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় উঠেছে তাঁকে ঘিরে। শুধু তাঁর ফ্যানেরা নয় বন্ধুরা ঢেলে সাজিয়েছেন জ্যাকলিনের কমেন্ট বক্স।

 

 

জ্যাকলিন হয়েছেন ব্যালেরিনা। সাদা পোশাকে একের পর নাচের পোজ দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন ‘এখন রানিদের সময় @sherox.life আসছে’। Sherox.life অভিনেত্রীর ডান্স ফিটনেসের এক নতুন উদ্যোগ। ছবি দেওয়ার পরপর প্রথম কমেন্ট করেন শিল্পা শেট্টি, লেখেন, ‘ উফ, তোমাকে দেখে অবাক লাগছে!’ এর পর কমেন্ট করলেন ইয়ামি গৌতম, ‘বিস্ময়কর’।

 

 

জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর তিন ছবি ট্যাগ করেছেন sherox.life নামের আরেক ইনস্টা হ্যান্ডেলকে। যার ক্যাপশানে লেখা, ‘আপনি যখন খুশি হন, তখন আপনাকে আরও তরতাজা লাগে।’

 

 

শুধু ব্যালেরিনা ডান্স নয়। জ্যাকলিন ঘোড়ায় চড়া এবং যোগ ব্যায়াম কিন্তু নিয়মিত চর্চা করেন। পোল ড্যান্সিংয়েরও ভীষণ ভক্ত জ্যাকলিন।

 

Next Article