আমির খানের মেয়ের বিয়েতে এসে হঠাৎই ‘জয় শ্রী রাম’ ধ্বনি কঙ্গনার!

অতীতে আমির খানকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। কখনও তাঁকে ভাঁওতাবাজ বলেছেন, কখনও তাঁকে বলেছেন ‘হিন্দুফোবিক’ও বলতে দেখা গিয়েছে তাঁকে।

আমির খানের মেয়ের বিয়েতে এসে হঠাৎই জয় শ্রী রাম ধ্বনি কঙ্গনার!
আমির খানের মেয়ের বিয়েতে এসে হঠাৎই 'জয় শ্রী রাম' ধ্বনি কঙ্গনার!

Jan 15, 2024 | 5:00 PM

 

বলিউডের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক কঙ্গনা রানাওয়াতের। পার্টিতে খুব একটা যেতে দেখা যায় না তাঁকে। তবে আমির খানের মেয়ে আইরা খানের বিয়েতে হাজির হয়েছিলেন তিনি। ‘গোপিনী’ সেজে হাজির হতেই ফটোশুটের সময় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে দেখা গেল তাঁকে। পাপারাৎজিরাও গলা মেলালেন তাঁর সঙ্গে। একগাল হেসে রামমন্দির প্রসঙ্গও মনে করিয়ে দিতেও ভুললেন না তিনি।

অতীতে আমির খানকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। কখনও তাঁকে ভাঁওতাবাজ বলেছেন, কখনও তাঁকে বলেছেন ‘হিন্দুফোবিক’ও বলতে দেখা গিয়েছে তাঁকে। তবে সে সব ভুলেই আয়রার রিসেপশন উপভোগ করলেন তিনি। মেজাজ হারাতে দেখা যায়নি একবারও। বরং হেসে হেসে ছবিও তুললেন তিনি।

কঙ্গনা রানাওয়াত বলিউডের এক বিতর্কিত নাম। অতীতে বিভিন্ন সময়ে নানা মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। তাঁর কথা নিয়ে কম চর্চা হয়নি। তবে বক্স অফিসে রিপোর্ট বলছে, পরপর বেশ কিছু ছবি ফ্লপ হয়েছে তাঁর। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তেজস’ও ফ্লপ হয়েছে। সেই কারণেই কি সাবধানী হয়ে পড়েছেন কঙ্গনা? আবারও নতুন করে বলিউডে মজবুত করতে চাইছেন তাঁর ভিত? উঠছে প্রশ্ন।