In Depth on Jai-Veeru : জয়-বীরু কি সমকামী?

In Depth on Sholey: এই সব চরিত্রের মধ্যে উদাহরণ হিসাবে জয়-বীরুর জুটি নিয়ে যদি আমরা আলোচনা করি, একটা দারুণ তত্ত্ব উঠে আসছে। কেউ কেউ জয়-বীরুর জুটি শুধু মাত্র বন্ধুত্বের বেড়া জালে বাঁধতে চাইছেন না। তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব তো রয়েছেই, কিন্তু বিচ্ছেদের বিরহ ধমনীর উপশিরায় বয়ে গিয়েছে এই দুই চরিত্রের মধ্যে।

In Depth on Jai-Veeru : জয়-বীরু কি সমকামী?

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 01, 2025 | 12:20 PM

উত্তম-সুচিত্রার সপ্তপদীর কৃষ্ণেন্দু-রিনা ব্রাউন, দিলীপ কুমার-মধুবালার মোঘল-ই-আজমের আনরকলি-সেলিম থেকে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরন, রুপোলি পর্দার স্বপ্নের জুটি এঁরা। ভারতীয় সিনেমায় এই সব জুটি চিরন্তন। এই জুটির বাইরেও আমরা বেশ কিছু চরিত্র দেখতে পাই, যাঁরা নায়ক-নায়িকা নন, অথচ তাঁদের মধ্যে বন্ধুত্ব, প্রেম, খুনসুটি, বিচ্ছেদ- সবই রয়েছে। সেই সব জুটিও কাল্ট। এই ধরুন, ‘শোলে’র জয়-বীরু, থ্রি ইডিয়টসের রাঞ্চো, রাজু, ফারহান কিংবা ‘দিল চাহতা হ্যায়’-এর আকাশ, সমীর ও সিদ্ধার্থ। এদের সম্পর্কের রসায়ন কেমন? এই নিয়ে বিস্তর আলোচনা হয় সিনেমা সমালোচকদের মধ্যে। এই সব চরিত্রের মধ্যে উদাহরণ হিসাবে জয়-বীরুর জুটি নিয়ে যদি আমরা আলোচনা করি, একটা দারুণ তত্ত্ব উঠে আসছে। কেউ কেউ জয়-বীরুর জুটি শুধু মাত্র বন্ধুত্বের বেড়া জালে বাঁধতে চাইছেন না। তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব তো রয়েছেই, কিন্তু বিচ্ছেদের বিরহ ধমনীর উপশিরায় বয়ে গিয়েছে এই দুই চরিত্রের মধ্যে। যাকে ‘ব্রোমান্স’...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন