Tv9 বাংলা ডিজিটাল: Oscar 2021-এর জন্য সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হল পরিচালক লিজো জোসে পেল্লিসেরির ‘Jallikattu’। বুধবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফিল্ম ফেডারেশনের ১৪ জন কমিটির সদস্য মিলে মালায়ালম ছবিটিকে নির্বাচিত করেন।
ফেডারেশন কমিটির চেয়ারম্যান রাহুল রাওয়েল জানান, “অস্কার মঞ্চে ‘জাল্লিকাট্টু’ আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে, এ আমাদের কমিটির যৌথ সিদ্ধান্ত। মানুষের মধ্যে অনুভূতির যে সমস্ত জটিলতা থাকে তা এই ছবিতে ভীষণভাবে ধরা দিয়েছে। আমাদের বিশ্বাস ঠিক যেভাবে আমরা ছবিটিকে অনুভব করেছি একাডেমির মঞ্চ আগামী পর্যায়ে ঠিক সেভাবে এটিকে অনুভূত করবে।”
আরও পড়ুন ২রা ডিসেম্বর ভারতে লঞ্চ হবে নিসান ম্যাগনাইট
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া-(FFI) র সভাপতি ফিরদৌসুল হাসান বলেন, “বিশ্বব্যাপী মহামারীর কথা মাথায় রেখে এ বছর কার্যত কমিটি ভার্চুয়ালি মিলিত হয়েছি। ২৭টি ছবির মধ্যে আমাদের ১৪ জনের সদস্যকে সিদ্ধান্ত নিতে হয়েছে অফিশিয়াল সিলেকের আসনে কোন ছবিকে বসানো যেতে পারে। আমরা সকল প্রযোজকদের ধন্যবাদ জানাই এবং বিশেষ অভিনন্দন ‘জাল্লিকাট্টু’র গোটা টিমকে, তারা অস্কারে পা রাখতে চলেছে।”
জালিকাট্টু। ক্ষ্যাপা ষাঁড়কে বশ মানানোর খেলা। ষাঁড়েদের গাঁদা ফুলের মালা পরিয়ে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়। উত্সবে অংশগ্রহণকারীরা ষাঁড়ের শিং ধরে আটকানোর চেষ্টা করেন। প্রায় ৫০০টি ষাঁড়কে জোগাড় করা হয়। এ খেলা নিয়ে পরিচালক লিজো জোসে পেল্লিসেরির ছবি। হরিশ-এর লেখা ছোট গল্প ‘মাওয়িস্ট’ উপর ভিত্তি করে এ ছবি নির্মিত। অভিনয় করেছেন অ্যান্টনি ভার্গিজ, চেম্বান বিনোদ জোসে, সাবুমন আবদুসামাদ ও সান্থি বালচন্দ্রন।
Tv9 বাংলা ডিজিটাল: Oscar 2021-এর জন্য সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হল পরিচালক লিজো জোসে পেল্লিসেরির ‘Jallikattu’। বুধবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফিল্ম ফেডারেশনের ১৪ জন কমিটির সদস্য মিলে মালায়ালম ছবিটিকে নির্বাচিত করেন।
ফেডারেশন কমিটির চেয়ারম্যান রাহুল রাওয়েল জানান, “অস্কার মঞ্চে ‘জাল্লিকাট্টু’ আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে, এ আমাদের কমিটির যৌথ সিদ্ধান্ত। মানুষের মধ্যে অনুভূতির যে সমস্ত জটিলতা থাকে তা এই ছবিতে ভীষণভাবে ধরা দিয়েছে। আমাদের বিশ্বাস ঠিক যেভাবে আমরা ছবিটিকে অনুভব করেছি একাডেমির মঞ্চ আগামী পর্যায়ে ঠিক সেভাবে এটিকে অনুভূত করবে।”
আরও পড়ুন ২রা ডিসেম্বর ভারতে লঞ্চ হবে নিসান ম্যাগনাইট
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া-(FFI) র সভাপতি ফিরদৌসুল হাসান বলেন, “বিশ্বব্যাপী মহামারীর কথা মাথায় রেখে এ বছর কার্যত কমিটি ভার্চুয়ালি মিলিত হয়েছি। ২৭টি ছবির মধ্যে আমাদের ১৪ জনের সদস্যকে সিদ্ধান্ত নিতে হয়েছে অফিশিয়াল সিলেকের আসনে কোন ছবিকে বসানো যেতে পারে। আমরা সকল প্রযোজকদের ধন্যবাদ জানাই এবং বিশেষ অভিনন্দন ‘জাল্লিকাট্টু’র গোটা টিমকে, তারা অস্কারে পা রাখতে চলেছে।”
জালিকাট্টু। ক্ষ্যাপা ষাঁড়কে বশ মানানোর খেলা। ষাঁড়েদের গাঁদা ফুলের মালা পরিয়ে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়। উত্সবে অংশগ্রহণকারীরা ষাঁড়ের শিং ধরে আটকানোর চেষ্টা করেন। প্রায় ৫০০টি ষাঁড়কে জোগাড় করা হয়। এ খেলা নিয়ে পরিচালক লিজো জোসে পেল্লিসেরির ছবি। হরিশ-এর লেখা ছোট গল্প ‘মাওয়িস্ট’ উপর ভিত্তি করে এ ছবি নির্মিত। অভিনয় করেছেন অ্যান্টনি ভার্গিজ, চেম্বান বিনোদ জোসে, সাবুমন আবদুসামাদ ও সান্থি বালচন্দ্রন।