জেমসকে ফোন করছেন নচিকেতা, ক্ষুব্ধ সিধু, সংস্কৃতির ঠাঁই কই বাংলাদেশে?

শুধু ভারতীয় নয়, এবার বাংলাদেশি শিল্পীরাও হামলার মুখে। নতুন বাংলাদেশে শিল্প-সংস্কৃতির কোনও জায়গা নেই। চলছে শুধু মৌলবাদীদের তাণ্ডব। এবার হামলা বাংলাদেশের রকস্টার জেমসের অনুষ্ঠানে। শুক্রবার বাংলাদেশের ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন জেমস ও তাঁর ব্যান্ড। সেখানে হঠাৎ হামলা চালায় কিছুজন। ছোড়া হয় পাথর। আহত হয় বেশ কয়েকজন। এরপরই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

জেমসকে ফোন করছেন নচিকেতা, ক্ষুব্ধ সিধু, সংস্কৃতির ঠাঁই কই বাংলাদেশে?

| Edited By: Bhaswati Ghosh

Dec 27, 2025 | 1:27 PM

শুধু ভারতীয় নয়, এবার বাংলাদেশি শিল্পীরাও হামলার মুখে। নতুন বাংলাদেশে শিল্প-সংস্কৃতির কোনও জায়গা নেই। চলছে শুধু মৌলবাদীদের তাণ্ডব। এবার হামলা বাংলাদেশের রকস্টার জেমসের অনুষ্ঠানে। শুক্রবার বাংলাদেশের ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন জেমস ও তাঁর ব্যান্ড। সেখানে হঠাৎ হামলা চালায় কিছুজন। ছোড়া হয় পাথর। আহত হয় বেশ কয়েকজন। এরপরই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

এই বিষয়ে প্রতিক্রিয়া চাইতে গায়ক নচিকেতা চক্রবর্তীকে ফোন করা হয়েছিল TV9 বাংলার তরফে। নচিকেতা বললেন, ”ঘটনাটা ঠিক কী হয়েছে, সেটা বিস্তারিত জানতে চাই। এখনই এই বিষয়ে মন্তব্য করতে পারব না। জেমসকে ফোন করছি।” এদিকে গায়ক সিধু ক্ষোভ উগরে দিলেন। TV9 বাংলাকে গায়ক জানালেন, ”শিল্পীরা সফট টার্গেট। বেশিরভাগ শিল্পীর রাজনৈতিক বা প্রশাসনিক জোর নেই। সেই কারণে জেমসও সফট টার্গেট হয়ে গিয়েছে বলে মনে হলো এই ঘটনায়। আর একটা বিষয় হলো, শিল্পীরা সমাজে সম্মান পান। যারা অসভ্যতা করছে, তারা শিল্পীর উপর আক্রমণ করেই তাদের শক্তিটা দেখাতে চায়। একটা পাড়ায় গিয়ে ঝামেলা করা আর একটা কনসার্টে গিয়ে ঝামেলা করার ইমপ্যাক্ট আলাদা! তাই একটা কনসার্টে গিয়ে ঝামেলা করে দুষ্কৃতীরা পেশী শক্তির প্রদর্শন করতে চায়।”

বাংলাদেশে শেষ ক’ দিন ধরে যেভাবে শিল্প-সংস্কৃতির উপর আঘাত আনা হচ্ছে, তা নিয়ে সিধু বললেন, ”আমার বিশ্বাস মুষ্টিমেয় কিছু মানুষ এই ধরনের অসভ্যতা করছেন। তাতে খুব ভয় পাচ্ছি তা নয়। এরা সমস্যা তৈরি করতে চায়। এরা শুধুই ভাঙতে পারে। গড়তে পারে না। তবে বাংলাদেশের জনসাধারণ বা আমার যেসব বন্ধুরা আছে, তাঁরাও এটা পছন্দ করছে না। পুলিশ বা প্রশাসনের তরফে কেন দুষ্কৃতীদের আটকানো হচ্ছে না, সেটা প্রশ্ন। তা হলে এরা কেমন সরকার তৈরি করবে ভবিষ্যতে, তা নিয়ে আমি খুব চিন্তিত।”