বলিউডে ফের মৃত্যু, অকালেই প্রাণ গেল ‘জামতাড়়া ২’ খ্যাত অভিনেতা শচীনের

২৩ অক্টোবর অভিনেতার বাড়ির লোকেরা তাঁকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তখন শরীরে প্রাণ ছিল তাঁর। তারপর দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয় না ২৪ অক্টোবর হাসপাতালের বিছানাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শচীন।

বলিউডে ফের মৃত্যু, অকালেই প্রাণ গেল জামতাড়়া ২ খ্যাত অভিনেতা শচীনের

|

Oct 27, 2025 | 4:14 PM

বলিউডের অন্দরে ফের মন খারাপের খবর। পঙ্কজ ধীর, আসরানি, সতীশ শাহর পর এবার প্রয়াত হলেন ‘জামতাড়া ২’ খ্য়াত অভিনেতা শচীন চন্দনওয়াড়। জানা গিয়েছে, ২৫ বছর বয়সী শচীন আত্মহত্য়া করেছেন। তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন শচীন, তা এখনও স্পষ্ট নয়।

অভিনেতা হওয়ার পাশাপাশি শচীন পেশায় ইঞ্জিনিয়ার। পুণের একটি আইটি সংস্থায় কাজ করতেন শচীন।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২৩ অক্টোবর অভিনেতার বাড়ির লোকেরা তাঁকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তখন শরীরে প্রাণ ছিল তাঁর। তারপর দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয় না ২৪ অক্টোবর হাসপাতালের বিছানাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শচীন।

খুব অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন শচীন। প্রথমে নাটক, তারপর ছোটখাটো সিরিজ। জামতাড়া সিরিজ ছিল তাঁর কাছে বড় ব্রেক। সম্প্রতি একটি মারাঠি ছবিতে লিড রোলে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন শচীন। সেই খবর সোশাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন অভিনেতা। তবে নতুন সুযোগের আগেই সব শেষ। কেন এমনটা করলেন বছর পঁচিশের শচীন, তা নিয়ে ধন্দে তাঁর পরিবার।