Bollywood Gossip: বাবার সামনে তোয়ালে জড়িয়ে, পরেছেন বিকিনিও! ধিক্কার জাহ্নবী-খুশিকে
Bollywood Gossip: চরম কটাক্ষের মুখে পড়তে হল শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরকে। তাঁদের অপরাধ বাবা বনি কাপুরের সঙ্গে 'খোলামেলা' ছবি দিয়েছেন তাঁরা। উড়ে এল একের পর এক কটাক্ষ।
চরম কটাক্ষের মুখে পড়তে হল শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরকে। তাঁদের অপরাধ বাবা বনি কাপুরের সঙ্গে ‘খোলামেলা’ ছবি দিয়েছেন তাঁরা। উড়ে এল একের পর এক কটাক্ষ। নানা কুৎসিত মন্তব্যে প্লাবিত হল সোশ্যাল মিডিয়া। কী এমন পরেছিলেন দুই বোন যে এভাবে কটাক্ষ উড়ে এল দুই বোনের দিকে? একটি ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতেই দেখা হয়েছে নীল পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন বনি কাপুর। চোখে রয়েছে কালো রঙের চশমা। তাঁর দুই পাশে দুই মেয়ে। জাহ্নবী নিজেকে মুড়েছেন তোয়ালেতে। অন্যদিকে খুশি কাপুর পরেছেন বিকিনি। যদিও উপরে এক স্বচ্ছ সাদা শার্টও জড়িয়ে নিয়েছেন। কিন্তু নেটিজেনরা তাতে খুব একটা খুশি নন। এক নেটিজেনের মন্তব্য, “বিকিনি পরে বাবার সঙ্গে ছবি! আমাদের সংস্কৃতিতে কি আদপে এইসব মানায়?” আর একজন লিখেছেন, “নিজের মেয়েদের এই পোশাক পরিয়ে ছবি তুলতে লজ্জা করে না?” যদিও জাহ্নবী, খুশি বা বনি এই কটাক্ষে মুখ খোলেননি।
দেখে নিন সেই ছবি, যা নিয়ে এত বিতর্ক
View this post on Instagram
ছবিটি কিন্তু আদপে পোস্ট করেছিলেন বনি কাপুর নিজেই। লিখেছিলেন, “আমার ওয়াটার বেবিজ। একটা সুন্দর সাঁতারের পর। দুবাইয়ের ছবি। অংশুলা মনে হয় অন্য কোথাও মজা করছিল।” এই মুহূর্তে বাবার সঙ্গে দুবাইয়ে গেছেন বনির সন্তানেরা। মাঝেমধ্যেই দুবাই ভ্রমণের নানা ছবি শেয়ার করতে দেখা গিয়েছে তাঁদের। তাঁর দুই পক্ষের ছেলেমেয়েদের মধ্যে আর কোনও বৈরিতা নেই। ২০১৮ সালে শ্রীদেবীর মৃত্যুর পর তাঁরা এক হন। এই ট্রিপেই বনির প্রথম পক্ষের মেয়ে অংশুলা ও দ্বিতীয় পক্ষের মেয়ে জাহ্নবী ও খুশি একসঙ্গে গিয়েছেন। খুশি ছিলেন বনি। কিন্তু এই নোংরা ট্রোলিংয়ে তিনি মুখ খোলেন কিনা, এখন সেটাই দেখার।