সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দিচ্ছেন জাহ্নবী?

ফিল্মি পার্টি বা শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম গুঞ্জনে থেকে খবরে থাকলেও, অভিনেত্রী হিসেবে সেভাবে প্রতিষ্ঠীত হতে পারেননি শ্রীদেবীকন্যা।

সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দিচ্ছেন জাহ্নবী?

|

May 23, 2025 | 3:24 PM

বলিউডে তাঁর বয়স প্রায় সাত বছর। তবে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, সিনেপর্দায় সেভাবে ছাপ ফেলতে পারেননি জাহ্নবী। ফিল্মি পার্টি বা শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম গুঞ্জনে থেকে খবরে থাকলেও, অভিনেত্রী হিসেবে সেভাবে প্রতিষ্ঠীত হতে পারেননি শ্রীদেবীকন্যা। তাঁকে তাই শুনতে হয়, নেপোটিজমের ফলাফল এবং গায়ে লেপটে থাকে স্টারকিডের তকমা। ঠিক এই সময়ই জাহ্নবী ইচ্ছাপ্রকাশ করে রাজনীতিতে পা দেওয়ার! তাহলে কী সত্যিই সিনেমা ছাড়ছেন জাহ্নবী?

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে পা দিয়েই নজর কেড়েছেন জাহ্নবী কাপুর। তাঁর পোশাক নিয়ে বিস্তর আলোচনা দেশ-বিদেশ জুড়ে। এই উৎসবেই দেখানো হয়েছে, জাহ্নবীর নতুন ছবি হোমবাউন্ড। এরই সাংবাদিক বৈঠকে রাজনীতিতে পা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন শ্রীদেবীকন্যা।

জাহ্নবী জানিয়েছেন, ‘আমার লাইফ আগের থেকে অনেক বেশি স্থিরতা এসেছে। নিজেকে নিয়ে বড্ড ভাবছি। সমাজকে নিয়ে ভাবছি। মানুষ হিসেবে কী করা উচিত, তাও ভাবাচ্ছে আমাকে। আমার আশপাশের প্রতি কৌতুহলও বেড়েছে। উৎসাহ পাই, রাজনৈতিক আলোচনায়। যদি সুযোগ পাই, তাহলে রাজনীতিতে পা রাখতে চাই। কিন্তু তার আগে নিজেকে তৈরি করতে চাই।’ তবে সিনেমা একেবারে ছেড়ে দেবেন কিনা তা নিয়ে কোনও স্পষ্ট মন্তব্য করেননি জাহ্নবী।