তিন বাচ্চার মা জাহ্নবী কাপুর! সন্তানদের নিয়ে কী বললেন শ্রীদেবীকন্যা?

জাহ্নবী বহু আগেই জানিয়ে ছিলেন তিরুপতি মন্দিরে ছিমছাম বিয়ের অনুষ্ঠানেই সাত পাকে বাঁধা পরবেন শ্রীদেবীকন্যা। তবে সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে জাহ্নবী এবার যা বললেন, তা শুনে হতবাক তাঁর অনুরাগীরা।

তিন বাচ্চার মা জাহ্নবী কাপুর! সন্তানদের নিয়ে কী বললেন শ্রীদেবীকন্যা?

|

Sep 01, 2025 | 7:08 PM

মোটামুটি গোটা বলিউড জানে যে শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবী কাপুর। এমনকী, গুঞ্জনপাড়ার রটনা অনুযায়ী, এই শিখর পাহাড়িয়ার গলাতেই মালা দেবেন তিনি। জাহ্নবী বহু আগেই জানিয়ে ছিলেন তিরুপতি মন্দিরে ছিমছাম বিয়ের অনুষ্ঠানেই সাত পাকে বাঁধা পরবেন শ্রীদেবীকন্যা। তবে সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে জাহ্নবী এবার যা বললেন, তা শুনে হতবাক তাঁর অনুরাগীরা।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মুক্তি পেয়েছে জাহ্নবী ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি পরম-সুন্দরী। ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে সারা ফেলেছে। এই ছবির প্রচারে এসেই কপিল শর্মার শোয়ে জাহ্নবী বললেন, তিনি ৩ বাচ্চার মা হতে চান!

বিয়ে, সন্তান নিয়ে জাহ্নবীকে প্রশ্ন করতেই শ্রীদেবীকন্যা জানান, আমার একটা স্বপ্ন রয়েছে। আমি চাই, তিন সন্তানের জন্ম দিতে। আসলে এর নেপথ্যে একটা কারণ রয়েছে। তিন সন্তানের মধ্যে, যদি কোনও দুই সন্তানের মাঝে বিবাদ শুরু হয়, তাহলে তিন নম্বর জন মধ্যস্থতা করবে। আবার তিন জন মিলে ঝগড়া করলেও, সেটা মজার দেখতে হবে!

জাহ্নবী জানান, আমি প্রথম থেকেই খুবই সংসারী। আমি চাই বিয়ের পর মুম্বই ছেড়ে দক্ষিণ ভারতেই সংসার পাততে। আর সেখানেই স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই।