প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার পর্দার খলনায়িকা জসমিনের

বিহঙ্গী বিশ্বাস | Edited By: arunava roy

Mar 25, 2021 | 5:35 PM

জসমিন নিজেই শেয়ার করেছেন ছবি। ভক্তরা ছড়িয়ে দিয়েছেন ভালবাসা। একজনের বক্তব্য, “কী সুন্দর লাগছে।" অন্যজনের বক্তব্য, “বিয়েটা কবে করছেন?” তবে এই প্রথম বার নয়। দু'জনের ইনস্টাগ্রামে উঁকি দিলেই মাঝেমধ্যেই চোখে পড়ে তাঁদের ভালবাসার নানা ছবি।

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার পর্দার খলনায়িকা জসমিনের
আদরে মাখামাখি।

Follow Us

পর্দায় তিনি খলনায়িকা। ‘কী করে বলব তোমায়’ অথবা ‘ত্রিনয়নী’– জসমিন রায়ের নিখুঁত অভিনয়ে মেতে থাকে মধ্যবিত্তের ড্রয়িংরুম। তবে রিল লাইফে নেগেটিভ শেডে অভিনয় করলেও ব্যক্তিজীবনে জসমিন কিন্তু পুরদস্তুর প্রেমিক মানুষ। অভিনেতা গৌরব মন্ডলের সঙ্গে তাঁর প্রেমকথন আরও একবার প্রকাশ্যে।

জসমিন নিজেই শেয়ার করেছেন ছবি। ভক্তরা ছড়িয়ে দিয়েছেন ভালবাসা। একজনের বক্তব্য, “কী সুন্দর লাগছে।” অন্যজনের বক্তব্য, “বিয়েটা কবে করছেন?” তবে এই প্রথম বার নয়। দু’জনের ইনস্টাগ্রামে উঁকি দিলেই মাঝেমধ্যেই চোখে পড়ে তাঁদের ভালবাসার নানা ছবি। রাখঢাক নয়। প্রেমের কথা শুরু থেকেই স্বীকার করে নিয়েই ইন্ডাস্ট্রিতে সফল তাঁরা।

এই ছবিই শেয়ার করেছেন জসমিন 

 

এক চ্যানেলের ধারাবাহিকের শুট করতে গিয়েই আলাপ দু’জনের। সেই ধারাবাহিকে ‘কৃষ্ণ’ চরিত্রে অভিনয় করেছিলেন গৌরব। তাঁর রাধা হয়েছিলেন জেসমিন। সেখান থেকেই প্রেম। মাঝে আবার ব্রেকআপ। তারপর আবারও এক নতুন প্রজেক্টে কাজ করতে ভাঙা প্রেম লাগল জোড়া। সময়ের সঙ্গে সঙ্গে তা হয়েছে গাঢ়। যা প্রতিফলিত হল আরও একবার।

 


 

Next Article