করণের সঙ্গে বিচ্ছেদের পর অনুষার জীবনে অন্য পুরুষ, কে তিনি?

এই বছরের জানুয়ারি মাসে ব্রেকআপের কথা নিজেই জানান অনুষা। তিনি লেখেন, ” … আমায় চিট করা হয়েছে। মিথ্যে বলা হয়েছে। আমি ভেবেছিলাম আমার কাছে হয়তো ক্ষমা চাওয়া হবে। কিন্তু তা হয়নি, আমি বুঝেছি, আমাকেই ক্ষমা করে দিতে হবে। বেরিয়ে আসতে হবে। পজিটিভিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে।” যদিও করণ ব্রেকআপ নিয়ে বরাবরই নিশ্চুপ।

করণের সঙ্গে বিচ্ছেদের পর অনুষার জীবনে অন্য পুরুষ, কে তিনি?
এই বছরের জানুয়ারি মাসে ব্রেকআপের কথা নিজেই জানান অনুষা
Follow Us:
| Updated on: Apr 09, 2021 | 5:23 PM

করণ কুন্দ্রার সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছেন ভিডিয়ো জকি অনুষা দান্ডেকর। তাঁর ‘লাভ ইন্টারেস্ট’ও যুক্ত অভিনয় জগতের সঙ্গেই। তিনি হলেন জ্যাশন শাহ। যিনি ‘ঝাঁসি কি রানি’, ‘ফিতুর’, ‘ব্যারিস্টার বাবু’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমে এ কথা ফাঁস করেছেন জ্যাশন নিজেই।

ওই ইন্দো-আমেরিকান অভিনেতা বলেন, “অনুষা এবং ওর দিদি শিবানীকে আমি বিগত বেশ কয়েক বছর ধরে চিনি। কিন্তু অনুষাকে আরও ভালভাবে চিনতে শুরু করেছি কিছু দিন আগে থেকে। ও ভীষণ ভাল, যে মুক্ত বাতাস। জীবনের প্রতিটা মুহূর্ত ভালভাবে বাঁচতে চায় ও। হ্যাঁ, আমরা ডেট করছি। ওর সঙ্গে কাটান জীবন অনেক বেশি সুন্দর।”

View this post on Instagram

A post shared by Jason Shah (@jasonshah)

তিনি আরও যোগ করেন, দু’জনের মধ্যে ‘কসমিক কানেকশন’ রয়েছে। এর আগে তাঁর জীবনে অনুষার মতো কেউ আসেনি বলেও জানান তিনি। এক মিউজিক ভিডিয়োর শুটেই দেখা দু’জনের। সেখান থেকেই প্রেম বলে জানা যাচ্ছে।

অন্যদিকে এই বছরের জানুয়ারি মাসে ব্রেকআপের কথা নিজেই জানান অনুষা। তিনি লেখেন, ” … আমায় চিট করা হয়েছে। মিথ্যে বলা হয়েছে। আমি ভেবেছিলাম আমার কাছে হয়তো ক্ষমা চাওয়া হবে। কিন্তু তা হয়নি, আমি বুঝেছি, আমাকেই ক্ষমা করে দিতে হবে। বেরিয়ে আসতে হবে। পজিটিভিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে।” যদিও করণ ব্রেকআপ নিয়ে বরাবরই নিশ্চুপ।