গত পাঁচ দশক ধরে সেলিম খান এবং জাভেদ আখতার, হিন্দি ছবির দুই স্বনামধন্য লেখক নিজেদের ‘লিগেসি’ এগিয়ে নিয়ে চলছেন। বলিউডের ইতিহাসে, ‘জনজির’, ‘হাতি মেরে সাথী’, ‘সীতা অউর গীতা’, ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’, ‘দোস্তানা’, ‘শান’, ‘ক্রান্তি’র মতো ছবির স্ক্রিন-প্লে কিংবা সংলাপ আজও দর্শকের মনে ছাপ ফেলেছে।
আরও পড়ুন চোট পেয়েও চলছে পাওরি! নতুন ভিডিয়োয় নাচছেন জেনেলিয়া
১৯৮০ সালে যুগলবন্দির পতনে সিনেমাপ্রেমীদের কাছে এক হৃগয়বিদারক এক মুহূর্ত ছিল। তবে যদিও তাঁরা পৃথকভাবে তাঁদের কাজ চালিয়ে গিয়েছিলেন।
জাভেদ আখতার নিজের লেখা চালিয়ে যান। এবং পরবর্তীকালে তিনি দর্শককে ‘মশাল’, ‘সাগর’, ‘লক্ষ্য’, ‘ডন’-এর (২০০৬) মতো ছবি উপহার দিয়েছেন। তারপর তিনি লেখকের চেয়ার থেকে কিছুটা পিছু হটেছিলেন জাভেদ। তবে এখন শোনা যাচ্ছে আবার কলম ধরতে চলেছেন জাভেদ আখতার। ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির এক্সসেল প্রযোজনা সংস্থার প্রযোজিত ছবির গল্প লিখতে চলেছেন জাভেদ আখতার।
সূত্রের খবর, “গীতিকার হিসেবে কাজ করে চললেনও জাভেদ আখতার ফিল্ম লিখিয়ের চেয়ার থেকে পিছু হটেছিলেন। তবে ‘ডন’-এর (২০০৬) পনেরো বছর পর তিনি আবার স্ক্রিপ্ট লেখায় মন দিতে চলেছেন। ছবির স্ক্রিপ্টে জাভেদের লেখার সেই আমেজ যেখানে ড্রামা এবং অনুভূতি ভরপুর ছিল, তাও পাওয়া যাবে জাভেদ আখতারের কলমে।”
সূত্র আরও জানায়, স্ক্রিপ্ট লক হয়ে গিয়েছে, তবে স্টার কাস্ট এখনও অনিশ্চিত, “চলতি বছরের শেষে শুটিং শুরু হবে এবং তাতে রয়েছেন ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা। এক্সসেল প্রযোজনা সংস্থার এক গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে, এবং এটিকে আরও স্পেশাল করার চেষ্টায় রয়েছেন সবাই।”
লেখক হিসেবে চল্লিশতম ছবি এবং সেলিম খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এককভাবে পনেরো নম্বর ছবি লিখতে চলেছেন জাভেদ আখতার। একের পর এক ছবি নিয়ে ব্যস্ত এক্সসেল প্রযোজনা সংস্থা। ‘ফোনভূত’-এর শুটিং একেবারে শেষের দিকে রয়েছে। ‘ফুকরে-থ্রি’-এর শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে। সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ‘যুধরা’ ছবিটি এখন প্রস্তুতির পর্যাতে রয়েছে। এও শোনা যাচ্ছে ‘জিন্দেগি মিলেগি না দোবারা’র নারীকেন্দ্রিক ছবিটি নিয়েও তৈরি হচ্ছে প্রযোজনা সংস্থা।
গত পাঁচ দশক ধরে সেলিম খান এবং জাভেদ আখতার, হিন্দি ছবির দুই স্বনামধন্য লেখক নিজেদের ‘লিগেসি’ এগিয়ে নিয়ে চলছেন। বলিউডের ইতিহাসে, ‘জনজির’, ‘হাতি মেরে সাথী’, ‘সীতা অউর গীতা’, ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’, ‘দোস্তানা’, ‘শান’, ‘ক্রান্তি’র মতো ছবির স্ক্রিন-প্লে কিংবা সংলাপ আজও দর্শকের মনে ছাপ ফেলেছে।
আরও পড়ুন চোট পেয়েও চলছে পাওরি! নতুন ভিডিয়োয় নাচছেন জেনেলিয়া
১৯৮০ সালে যুগলবন্দির পতনে সিনেমাপ্রেমীদের কাছে এক হৃগয়বিদারক এক মুহূর্ত ছিল। তবে যদিও তাঁরা পৃথকভাবে তাঁদের কাজ চালিয়ে গিয়েছিলেন।
জাভেদ আখতার নিজের লেখা চালিয়ে যান। এবং পরবর্তীকালে তিনি দর্শককে ‘মশাল’, ‘সাগর’, ‘লক্ষ্য’, ‘ডন’-এর (২০০৬) মতো ছবি উপহার দিয়েছেন। তারপর তিনি লেখকের চেয়ার থেকে কিছুটা পিছু হটেছিলেন জাভেদ। তবে এখন শোনা যাচ্ছে আবার কলম ধরতে চলেছেন জাভেদ আখতার। ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির এক্সসেল প্রযোজনা সংস্থার প্রযোজিত ছবির গল্প লিখতে চলেছেন জাভেদ আখতার।
সূত্রের খবর, “গীতিকার হিসেবে কাজ করে চললেনও জাভেদ আখতার ফিল্ম লিখিয়ের চেয়ার থেকে পিছু হটেছিলেন। তবে ‘ডন’-এর (২০০৬) পনেরো বছর পর তিনি আবার স্ক্রিপ্ট লেখায় মন দিতে চলেছেন। ছবির স্ক্রিপ্টে জাভেদের লেখার সেই আমেজ যেখানে ড্রামা এবং অনুভূতি ভরপুর ছিল, তাও পাওয়া যাবে জাভেদ আখতারের কলমে।”
সূত্র আরও জানায়, স্ক্রিপ্ট লক হয়ে গিয়েছে, তবে স্টার কাস্ট এখনও অনিশ্চিত, “চলতি বছরের শেষে শুটিং শুরু হবে এবং তাতে রয়েছেন ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা। এক্সসেল প্রযোজনা সংস্থার এক গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে, এবং এটিকে আরও স্পেশাল করার চেষ্টায় রয়েছেন সবাই।”
লেখক হিসেবে চল্লিশতম ছবি এবং সেলিম খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এককভাবে পনেরো নম্বর ছবি লিখতে চলেছেন জাভেদ আখতার। একের পর এক ছবি নিয়ে ব্যস্ত এক্সসেল প্রযোজনা সংস্থা। ‘ফোনভূত’-এর শুটিং একেবারে শেষের দিকে রয়েছে। ‘ফুকরে-থ্রি’-এর শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে। সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ‘যুধরা’ ছবিটি এখন প্রস্তুতির পর্যাতে রয়েছে। এও শোনা যাচ্ছে ‘জিন্দেগি মিলেগি না দোবারা’র নারীকেন্দ্রিক ছবিটি নিয়েও তৈরি হচ্ছে প্রযোজনা সংস্থা।