
রেগে যান, ক্ষেপে যান, চিৎকারও করেন। এমনকী, নানাভাবে ছবি শিকারিদের অপমান করতেও পিছপা হন না জয়া বচ্চন। তাঁর এমন ভিডিয়ো তো ভাইরাল সোশাল মিডিয়ায়। প্রকাশ্যে কেউ কিছু না বললেও, তাঁর আড়ালে কিন্তু অনেকেই জয়ার এমন আচরণ নিয়ে নানা কথা বলেন। কিন্তু কেন এমন করেন জয়া?
পাপারাজ্জিরা যেখানে, সেখানে পৌঁছে যান। কখনও বাড়ির সামনে, কখনও গাড়ির সামনে। কখনও ফিল্মি পার্টিতেও। বিমানবন্দরে ঢুকতে, বের হতে গিয়েও, পাপারাজ্জিদের সামনে পড়ে যান সেলিব্রিটিরা। শোনা যায়, অনেক তারকারা নাকি ফোন করে নিজেরাই পাপারাজ্জিদের ডেকে নেন, ছবি তোলার জন্য। ছবি শিকারিদের এই অকারণ ছবি তোলাই একেবারেই পছন্দ নয় জয়া বচ্চনের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া স্পষ্ট জানালেন, এরা আবার সাংবাদিক নাকি! আমি জানি সাংবাদিক কাকে বলে, আমি এক সাংবাদিকের মেয়ে। এরা তো নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন, আজেবাজে প্রশ্ন। সব অশিক্ষিত। অশ্লীল মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়! তাই আমার সম্পর্কে যে যাই বলুক, আমি এদের পছন্দ করি না।
জনপ্রিয় সাংবাদিক তরুণ কুমার ভাদুরির মেয়ে হলেন জয়া। সঙ্গে একাধিক উপন্যাসও লিখেছেন। বাবা দেখেই বড় হয়েছেন তিনি। সেই কারণেই এখনকার পাপারাজ্জি, সোশাল সাংবাদিকতাকে মেনে নিতে পারেন না জয়া বচ্চন। সেই কারণেই পাপারাজ্জিদের প্রতি তাঁর এমন অভিব্যক্তি।