
জয় বচ্চনের এক মন্তব্যের কারণে এখন মুম্বইয়ের পাপারাজ্জিরা বয়কট করতে চলেছে গোটা বচ্চন পরিবারকে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বচ্চন পরিবারের কাছ থেকে। ঠিক এই সময়ই এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক অন্ধকার অধ্য়ায়ের কথা শেয়ার করে রীতিমতো আলোড়ন ফেলে দিলেন জয়া বচ্চন। স্পষ্ট জানালেন, মেয়ে শ্বেতার বিয়ে পর এক ভয়ানক সময় দিয়ে গিয়েছেন জয়া। রোজ রাত কাটত তাঁর কেঁদে কেঁদেই!
ঠিক কী বলেছেন জয়া বচ্চন?
জয়া ও অমিতাভের এক ছেলে অভিষেক ও এক মেয়ে শ্বেতা। খুব অল্প বয়সেই ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করেন শ্বেতা। শ্বেতার এক ছেলে অগস্ত্য়া নন্দা ও মেয়ে নব্যা নভেলি নন্দা। সুখের সংসার তাঁর। কিন্তু শ্বেতার বিয়েটা নিয়ে খুব একটা খুশি ছিলেন না জয়া বচ্চন। মেয়ের বিয়ের পর এতটাই ভেঙে পড়েছিলেন যে, রোজ রাতে হাউ হাউ করে কাঁদতেন।
জয়া এই সাক্ষাৎকারে বলেন, ”প্রথম প্রথম শ্বেতার বিয়ে নিয়ে আমি একেবারেই খুশি ছিলাম না। মনে হত কেন বিয়ে দিলাম। আসলে, ছোটবেলা থেকে অভিষেকের তুলনায়, শ্বেতার সঙ্গেই আমি ঘনিষ্ঠ বেশি ছিলাম। ওকে ছাড়া কোনও সিদ্ধান্ত নিতাম না। শ্বেতা যখন বিয়ে করে অন্য বাড়ি চলে গেল, তখন শূন্যতা ভরে গিয়েছিল এই পরিবারে। একাকিত্ব ঘিরে ধরেছিল আমায়। কাঁদতাম শুধু। ভাবতাম, শ্বেতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। সত্য়ি খুবই ভয়ানক একটা সময় কাটিয়েছি। এখনও ভাবলে, অস্বস্তি হয়। ”