
টেলিপাড়ায় এমনিতেই নায়কের ছড়াছড়ি। কেউ মন কাড়ছেন চাউনিতে, কেউ মন কাড়ছেন প্রেমিক হয়ে। কারও অভিনয়ে এতটাই তেজ যে, অন্য নায়করা একেবারে কুপোকাত। টেলিপাড়ায় এই লড়াইকে খুবই সুদক্ষ নজরে মেপেছেন ‘ঘরের বায়োস্কোপ ২০২৫’-এর বিচারক মণ্ডলী। আর তা থেকেই বেছে নেওয়া হয়েছে দুই সেরা নায়ককে। ‘ঘরের বায়োস্কোপ ২০২৫’-এ এবার টিভি ধারাবাহিকের সেরা নায়করা হলেন, জিতু কমল (চিরদিনই তুমি যে আমার) এবং উদয় প্রতাপ সিং (পরীণিতা)। দর্শকদের নির্বাচনে সেরা হলেন জিতু কমল এবং বিচারকদের নজরে সেরা হলেন উদয় প্রতাপ সিং। এবার বিচারক মণ্ডলীর তালিকায় ছিলেন,– কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া।
জিতু কমল। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। কখনও বড়পর্দায় সত্যজিৎ রায় হয়ে ‘অপরাজিত’। তো কখনও গৃহপ্রবেশ ছবির ‘মেঘদূত বসু’। তবে শুধুই সিনেমার পর্দায় নয়, সম্প্রতি ছোটপর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্যর ভূমিকায় হইচই ফেলে দিয়েছেন জিতু কমল। অসম বয়সের প্রেমের গল্পকে সঙ্গে নিয়ে আর্য রূপে জিতুর অভিনয় মানুষের মন ছুঁয়ে গিয়েছে। প্রথমে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি, তারপর সম্প্রতি শিরিন পালের সঙ্গে জুটিতেও জিতু অপ্রতিরোধ্য। আর্যর টানেই টিরআরপি আকাশ ছুঁয়েছে এই ধারাবাহিকের।
অন্যদিকে, ‘পরিণীতা’ ধারাবাহিকে মন জয় করেছেন টেলিভিশনের হ্য়ান্ডসাম নায়ক উদয় প্রতাপ সিং। রায়ান চরিত্রে অভিনয় করে ড্রয়িং রুমে ঝড় তুলেছেন উদয়। কলেজ পড়ুয়া থেকে শুরু করে বাড়ির মা-কাকিমারা উদয়ের ভক্ত তালিকায় সদা রয়েছেন। ধারাবাহিকে রায়ানের বিপরীতে দর্শক পারুলকে দেখছেন। সুতরাং এই মুহূর্তে টেলি সিরিয়ালের সেরা নায়কই হলেন জিতু ও উদয়। তাই এই দুই নায়ককে সম্মান জানানো হল, টিভি নাইন বাংলার ঘরের বায়োস্কোপে।