বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। শুধু যে বিচ্ছেদ হয়েছে এমনটাই নয়। আজ দু’জনার দু’টি পথ আলাদা। প্রাক্তন স্ত্রী নবনীতা দাসকে সমস্ত সামাজিক মাধ্যম থেকে ‘ব্লক’ করে রেখেছেন জিতু কামাল–মাস কয়েক আগে টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন নবনীতা। তা সত্ত্বেও পুজোর সময় জিতুর সঙ্গে পুরনো ছবি শেয়ার করেছেন নবনীতা। বড়দিনেও টেনে এনেছেন অতীত। আর তাতেই কি খানিক বিরক্ত জিতু। খোঁচা দিলেন নবনীতাকে? পরোক্ষেই নিলেন একহাত?
একটি ছবি শেয়ার করেছেন জিতু। ছবির অন্তর্নিহিত অর্থ বড়ই গভীর। এক নারীকে আষ্টেপৃষ্ঠে রয়েছে তাঁর অতীতকে। অতীতও তাঁকে ঘিরে ধরে রয়েছে। অতীতে যে গাছ লাগানো হয়েছিল তা আজ শুকিয়ে গেলেও সেখানেই জল দিয়ে যাচ্ছেন সেই নারীমূর্তি, যেন অপাত্রে দান। ওদিকে সামনেই মাটির উপর ফুটে উঠেছে ছোট্ট চারগাছ। তার দিকে ফিরেও তাকাচ্ছে না কেউ। জিতুর পোস্টে লেখা, “কোথায় তোমার শক্তি খরচ করবে তা সাবধানে ঠিক কর।” তবে কি বারংবার এই অতীত টেনে আনা, একেবারেই পছন্দ হচ্ছে না জিতুর? ‘লেট লিভ, লেট মি লিভ’– এই নীতিতে বিশ্বাসই অভিনেতা? নেটিজেনদের একটা বড় অংশের কিন্তু মনে হচ্ছে এমনটাই।
গত বছর পুজোর সময় সিঁদুর খেলেননি নবনীতা। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “এবার পুজোতে আমি কোত্থাও যাইনি। পুজো পরিক্রমার কাজ দুটো আগে থেকে স্থির করা ছিল, তাই তখনই বেরিয়েছিলাম। বাকি দিনগুলো আমি কোত্থাও যাইনি। আমি এবার মা দুর্গাকে বরণ করিনি। আমি সিঁদুরও খেলব না। জিতুর জন্যে কিন্তু কিছু নয়। আমি আসলে খুবই ক্লান্ত। আমার জীবনটাও পাল্টে ফেলেছি। জামাকাপড় থেকে ফোন–সবকিছুই আমি পাল্টে ফেলেছি। ওখান থেকে ফেরার পর থেকে আগের কিছুই ব্যবহার করি না আর।” ওদিকে জিতু কিন্তু বরাবরই বিচ্ছেদ, বিয়ে, বিতর্ক নিয়ে চুপ থেকেছেন। সম্প্রতি তাঁর ছবি ‘মানুষ’ মুক্তি পেয়েছিল। সেই ছবি যদিও বক্সঅফিসে মোটামুটি পারফর্ম করেছে।