সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাচ্ছেন যখন সকলেই, সেই সময়ই গলা মেলালেন তিনিও। তিলোত্তমার বিচার চেয়ে সকলের সঙ্গে যখন গলা মেলাচ্ছেন, ঠিক সেই সময় এ কোন দৃশ্য ধরা পড়ল? মঞ্চে সকলে মিলে তখন গাইছেন, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।’ সামনে বসে গিটার বাজাচ্ছেন সায়ন্তিকা। ব্যস সেই ভিডিয়ো নিমেষে ভাইরাল। সকলের গানে গিটারের তাল মেলাতে গিয়ে একেবারে হিমশিম অবস্থা অভিনেত্রীর। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রীতিমতো তুলোধনা নায়িকাকে। প্রথম মন্তব্যই করেছেন ‘বং গাই’ কিরণ দত্ত। তিনি লেখেন,”আজ থেকে গিটার বয়কট করলাম।” এক জন লিখেছেন,”লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এরা সব কিছুর ঊর্ধ্বে।” আবার কারও মন্তব্য, “এটা অনেকটা ঋতুপর্ণার শঙ্খ বাজানোর মতো।” আবার কারও মন্তব্য,”ঢং, খেলা পেয়েছেন একটা। কোনও লজ্জা নেই আপনাদের। ন্যাকামি চলছে।” এ প্রসঙ্গে TV9 বাংলাকে সায়ন্তিকা বলেন, “আমার এ সবে কিচ্ছু যায় আসে না। অনেক সময় অনেকেই অনেক কথা বলে থাকেন। কিন্তু সে সব কথা ধরে বসে থাকলে কিছু হবে না।”
বিষয়টা নজরে আসতেই সরব হলেন জিতু কামাল। প্রশ্ন তুললেন, বাংলার রাজনীতি কোথায় যাচ্ছে সেই প্রসঙ্গে। লিখলেন, ‘এটা বড্ড দৃষ্টকুটু। এক সময় বাংলার রাজনীতির দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকতো। স্বাধীনতা আন্দোলনেও বাংলার রাজনীতির ভূমিকা ছিল অগ্রণী। আজও ২০২৪ এ বাংলার রাজনীতির ব্যক্তিদের নিয়ে আলোচনা হয়। কিন্তু এগুলো কী..! পেছনে বসে থাকা মা-বোনেরাও কি মানতে পারছেন? যে বা যারা টিকিট দিলেন, একবারও ভাবলেন না! ওঁর স্বাদ, ওঁর শখ,ওঁর রাজনৈতিক জ্ঞান সম্বন্ধে??? কোথায় নিয়ে যাচ্ছেন বাংলার রাজনীতিকে! ট্রাজেডি না কমেডি, বিরহ না আনন্দ! অনুভূতিটা বুঝতেই পারছি না!’