নবাব পরিবারের ছোট ছেলে সে। সে অর্থাৎ জাহাঙ্গীর খান ওরফে জেহ। করিনা ও সইফের পুত্র, শর্মিলা ঠাকুর ও মনসুর আলি পতৌদির আদরের নাতি– সেই জেহর কাণ্ড দেখেই বেজায় চটলেন নেটিজেন। বয়স মাত্র আড়াই বছর তা সত্ত্বেও এত্ত মেজাজ তাঁর! নিন্দায় ফেটে পড়েছেন সকলে। কী এমন করেছেন একরত্তি যে তাকে নিয়ে হচ্ছে এত আলোচনা?
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মা করিনার সঙ্গে গাড়ি থেকে নামছে সে ও তার দাদা তৈমুর। দাদু রণধীর কাপুরের বাড়ি যাচ্ছিল তারা। গাড়ি থেকে নামতেই হাতে থাকা কাগজ ছুড়ে ফেলে দেয় ছোট্ট জেহ। তা পরিষ্কার করতে করিনা কিংবা জেহ কিন্তু এগিয়ে আসে না। তাদের ন্যানি (পরিচারিকা) ব্যস্ত হয়ে ওঠেন। জেহ’র ছুড়ে ফেলা কাগজ তুলতে এগিয়ে যান তিনিই। আর এতেই আপত্তি নেটিজেনদের একটা বড় অংশের। তাঁদের বক্তব্য, “করিনার উচিৎ ছিল জেহকে শাসন করা। তা না করে তিনি পরিচারিকাকে দিয়ে কাগজ ওঠালেন। জেহ’ও ভাবল এরকমটা করা যায়। তার ফেলে দেওয়া কিছু ওঠানোর জন্য লোক আছে।” করিনা ও সইফের শিক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও পাল্টা যুক্তিও রয়েছে। অনেকের মতে, “জেহ এখনও অনেক ছোট। তাই ঠিক-বেঠিকের জ্ঞান তার মধ্যে গঠিত হয়নি। বড় হলে সবটাই ঠিক হয়ে যাবে।” অনেকের আবার টিপ্পনি, ‘এ হল নবাবি মেজাজ’।
প্রসঙ্গত, এর আগেও পরিচারিকা অথবা বাবা-মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আলোচনায় এসেছিল করিনার দুই ছেলে জাহ্নাঙ্গীর ও তৈমুর। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোচনা থিতিয়ে গিয়েছে। জাহাঙ্গীর ও তৈমুর– এই দুইজন জন্মের পরেই তাঁদের নাম নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। বিশেষত তৈমুরের মতো এক অত্যাচারী শাসকের নাম নিয়ে কেন ছেলের নাম রেখেছেন করিনা ও সইফ প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে সে সব বিতর্ক এখন অতীত। কিছু দিন আগেই অস্ত্রোপচার করিয়ে বাড়ি ফিরেছেন সইফ। আপাতত দুই ছেলে ও স্ত্রী নিয়ে ভালই আছেন তিনি।