এ বার ওয়েব সিরিজে ডেবিউ করছেন জুহি চাওলা। সিরিজটি মহিলা কেন্দ্রিক। ‘হুশ হুশ’। ক্যামেরার সামনে এবং পেছনে দু’জায়গাতেই মহিলাদের আধিক্য। অ্যামাজন প্রাইমে সিরিজটি দেখানো হবে।
‘হুশ হুশ’ ওয়েব সিরিজটি শুধু মহিলাদের গল্প বলে তা নয়, সিরিজটি বানিয়েওছেন মহিলারাই। এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর তনুজা চন্দ্রা। তনুজা নিজেও একজন পরিচালক। তাঁর ‘দুশমন’, ‘কারিব কারিব সিঙ্গল’ যথেষ্ট জনপ্রিয়। কার্যনির্বাহী প্রযোজক এবং গল্পকার হিসাবে কাজ করছেন ‘শকুন্তলা দেবী’ খ্যাত শিখা শর্মা। সিরিজটি পরিচালনা করছেন কোপাল নাথানি। কোপাল বিজ্ঞাপন জগতে যথেষ্ট পরিচিত একটা নাম। ডায়লগ লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখিকা জুহি চতুর্বেদি। পুরো মহিলা ব্রিগেড। অবশ্য সিরিজটি প্রযোজনা করছেন একজন পুরুষ। তিনি বিক্রম মালহোত্রা।
As we celebrate women around us today, we are excited to share our new series, a story about strong women created by strong women.
Who run the world? ? Hush hush, here we come ?
Coming soon, on @primevideoIN@Abundantia_Ent @sakpataudi @ShahanaGoswami @karishmak_tanna pic.twitter.com/kIfbIVJpGy— Juhi Chawla (@iam_juhi) March 8, 2021
একঝাঁক অভিনেত্রী এই সিরিজে অভিনয় করছেন। ‘হুশ হুশ’ দিয়েই জুহি চাওলা ওয়েব দুনিয়ায় পা রাখলেন। জুহি চাওলা ছাড়া এই সিরিজে অভিনয় করছেন সোহা আলি খান, আয়েশা জুলকা, সাহানা গোস্বামী এবং কৃতি কামরা।সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর তনুজা চন্দ্রা বলেন, “ভারতে মহিলাদের নিয়ে গল্প বলার ধরণটা পুরো বদলে গিয়েছে। আমরাও এক নতুন ধরণের গল্প নিয়ে আসছি দর্শকের জন্য।”
আরও পড়ুন :অভিনয় করতে হবে বলেই ‘অভিনয়’ করব না: উর্মিলার ‘ডিজিট্যাল’ কামব্যাক
জুহি চাওলাকে শেষ দেখা গিয়েছিল বছর দুই আগে ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’-তে। এরপর লম্বা গ্যাপ। ফের এই ওয়েব সিরিজের মাধ্যমে কামব্যাক করছেন জুহি চাওলা। প্রসঙ্গত উল্লেখযোগ্য আয়েসা জুলকাও ‘হুশ হুশ’-এর মাধ্যমে ওটিটিতে ডেবিউ করছেন।