‘বুড়ো বর’, জুহিকে ঘিরে ঠাট্টা, দু’জনের বয়সের ফারাক কত ধারণা আছে?
জয়ের সঙ্গে জুহির পরিচয় আজকের নয়। ভালবেসেই বিয়ে করেছিলেন ওরা... সেই কোন ছোটবেলায়। ১৯৯৫ সাল থেকে বিবাহিত তাঁরা। তাঁদের দুই সন্তানও রয়েছে। কী করেন জয়?

আমির খান ও জুহি চাওলার বন্ধুত্বের কথা বি-টাউনে কে না জানেন? সেই আমির খানের মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন জুহি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী জয় মেহতা। কিন্তু সেই বিয়েতে এসে যে তাঁকে যে শুনতে হবে এমন কথা! তা কি বলিউডের ‘মিষ্টি মেয়ে’ নিজেও ভেবেছিলেন? কিন্তু হল ঠিক এমনটাই। ব্যাপক কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। জয় মেহতাকে পক্ককেশ দেখেই নেটিজেন একটা বড় অংশ রীতিমতো ‘এজ শেমিং’ অর্থাৎ বয়স নিয়ে খোঁচা দিলেন তাঁকে। লিখলেন, “চুল তো উঠেই গিয়েছে। স্বামী নয়, মনে হচ্ছে বাবা মেয়ে”। অনেকেই আবার জুহিকে দাগিয়ে দিলেন ‘গোল্ড ডিগার’ হিসেবেও।
জয়ের সঙ্গে জুহির পরিচয় আজকের নয়। ভালবেসেই বিয়ে করেছিলেন ওরা… সেই কোন ছোটবেলায়। ১৯৯৫ সাল থেকে বিবাহিত তাঁরা। তাঁদের দুই সন্তানও রয়েছে। কী করেন জয়? তিনি মহেন্দ্র মেহতা এবং সুনয়না মেহতার পুত্র আদপে তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তা। কলকাতা নাইট রাইডারসেরও মালিকানাতেও অংশীদারত্ব রয়েছে তাঁর। এই মুহূর্তে জয়ের বয়স ৬২ বছর। অন্যদিকে জুহির এই মুহূর্তে বয়স ৫৬ বছর। দু’জনের বয়স ফারাক কিন্তু মাত্র ছয় বছরের। তা সত্ত্বেও এভাবে ট্রোলিং! ব্যাপারটি ভালভাবে নেননি অনেকেই। তবে যতই সমালোচনা হোক না কেন, দু’জনের কিন্তু সুখের সংসার। তাঁদের দুই সন্তানও রয়েছে। বি-টাউন থেকে নিজেকে খানিক সরিয়েই রেখেছেন জুহি। তাঁকে শেষ দেখা গিয়েছে ২০২২ সালে এক ওয়েব সিরিজে।
View this post on Instagram





