
বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়েতে রাজ্য রাজনীতি তোলপাড়। তেষট্টি বছর বয়সে বিয়ের পিড়িতে বসলেন বর্ষিয়ান এই নেতা। এমনিতেই দাপুটে নেতা হিসেবেই পরিচিত। আলটপকা কথায় অনেক সময় খবরের শিরোনামে থাকেন তিনি। আজ তাঁর বিয়ে । নিজের পার্টির এক কর্মী রিঙ্কু মজুমদারকে বিয়ে করছেন তিনি। এই বিয়ে নিয়ে সমাজের বিভিন্ন মানুষের থেকে নানা ধরণের মন্তব্য আসছে।
দিলীপ ঘোষ এমপি ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের। এখন এই কেন্দ্রে এমপি নির্বাচিত হয়েছেন জুন মালিয়া। তাঁকে যখন টিভিনাইন বাংলা থেকে যোগাযোগ করলে , জুন মালিয়া বলেন, ” অনেক শুভেচ্ছা দিলীপ দা (দিলীপ ঘোষ) ও রিঙ্কু বৌদিকে ( রিঙ্কু মজুমদার) বৌদি বলব এখন, নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ তো শুনলাম বাড়ির কয়েক জনকে নিয়ে ঘরোয়া ভাবে বৈদিক নিয়মে বিয়ে করছেন। আশাকরি খুব শীঘ্রই দিলীপ দা একটা বড় রিসেপশন পার্টি দেবেন। দিলীপ দা মেদিনীপুরের এমপি ছিলেন আমার আগে। তাই এই এলাকার সঙ্গে তাঁর যোগ রয়েছে। আমার বড় দাদার মত তিনি। আমি খুব শ্রদ্ধা করি । ছোট বনের মত দাদার কাছে একটা নিমন্ত্রণ আশা করে থাকলাম।”
রাজ্য রাজনীতিতে দাপুটে এই নেতার বিবাহের জন্য বিজেপির অন্দর থেকে বিরোধীদের থেকে শুভেচ্ছা পাচ্ছেন দিলীপ ঘোষ। তবে সমাজ মাধ্যমে নানা মিম ও ভরে যাচ্ছে। তবে এই সবের উর্ধে গিয়ে দিলীপ ঘোষের নতুন জীবনের শুভকামনা করলেন মেদিনীপুরের এমপি তথা অভিনেত্রী জুন মালিয়া।