বিয়ের আগেই মেজো জামাইয়ের হাতে কালো বাক্স তুলে দিলেন পিসি সরকার, কী ছিল তাতে?

সেই জাদু সম্রাট পিসি সরকার এখন নতুন মঞ্চে। এবার তিনি জাদুকর নয়, বরং মেয়ের বাবা। তাঁর তিন রত্ন, তিনকন্যা মেনেকা, মৌবনি ও মুমতাজের মধ্যে মেজো কন্যা মৌবনিকে তুলে দিলেন জামাই সৌম্যর হাতে। তবে ম্য়াজিক কিন্তু থামল না। সৌম্যর হাতে পিসি সরকার তুলে দিলেন কালো রঙের ম্যাজিক বাক্স! কী রয়েছে এই বাক্সে?

বিয়ের আগেই মেজো জামাইয়ের হাতে কালো বাক্স তুলে দিলেন পিসি সরকার, কী ছিল তাতে?

|

Dec 01, 2025 | 3:14 PM

তিনি জাদু সম্রাট। শূন্যে হাত বাড়ালেই তাঁর হাতে চলে আসত পায়ড়া, ফুলে তোড়া, মিষ্টির হাড়ি, নানান কিছু। হাতের আঙুলের খেলায় মন্ত্রমুগ্ধ হত আট থেকে আসি। তাঁর রঙিন বাক্স থেকে ঝপ করে বেরিয়ে আসত বিড়াল কিংবা রুমাল। লম্বা বড় বাক্সে ঢুকিয়ে অবলীলায় কেটে ফেলতেন মানুষের পেট, লাগাতেন জোড়াও। সেই জাদু সম্রাট পিসি সরকার এখন নতুন মঞ্চে। এবার তিনি জাদুকর নন, বরং মেয়ের বাবা। তবে ম্যাজিক কিন্তু থামল না।

পিসি সরকারের তিন রত্ন, তিনকন্যা মেনেকা, মৌবনি ও মুমতাজ। তারই মধ্যে মেঝো কন্যা মৌবনিকে তুলে দিলেন জামাই সৌম্যর হাতে। আর জামাইকে সামনে পেয়েই, শুরু করলেন অন্য ম্যাজিক। সৌম্যর হাতে তুলে দিলেন কালো রঙের এক ‘ম্যাজিক বাক্স’! কী রয়েছে সেই বাক্সে?

পিসি সরকারের তিন মেয়ে। মানেকা, মৌবনি, মুমতাজ। অন্য বাবার মতোই পিসি সরকারও চান তাঁর তিন মেয়ে নিজের মতো করে নতুন সংসার শুরু করুন। সেই স্বপ্ন নিয়ে বেশ কয়েক মাস আগে সংবাদপত্রে পাত্রের খোঁজ করে বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার। সেই বিজ্ঞাপন থেকেই মৌবনি পেলেন চন্দননগরের সৌম্যকে। রবিবার জাঁকজমক ভাবে সম্পন্ন হল মৌবনির বিয়ে। চোখে জল নিয়ে সৌম্যর হাতে আদরের মেজো মেয়ে মৌবনিকে সম্প্রদান করলেন পিসি সরকার। কিন্তু তাঁর আগেই সৌম্যকে আলাদা করে দিলেন একটি কালো রঙের ম্যাজিক বাক্স!

এই ম্য়াজিক বাক্সে আশীর্বাদ স্বরূপ রাখা ছিল সোনার পাঞ্জাবির বোতাম। তবে এই বোতামে একেবারেই সাধারণ নয়। বরং এতে রয়েছে ম্য়াজিকের ছোঁয়া। নাহ, সেই ম্যাজিক গিলি গিলি হোকাস ফোকাসের মতো ভ্যানিশ করার নয়। বরং এই ম্য়াজিকে রয়েছে জীবনের পাঠ। যে পাঠ আদরের, যত্ন করে রাখার, ভরসার এবং ভালবাসার। ছোট থেকে যে মেয়েকে বড় করেছেন বাবা, জামাইয়ের কাছে সেই হৃদয়ের টুকরোকে তুলে সারাজীবনের মতো তুলে দেওয়া।  পিসি সরকার যেন সোনার বোতাম ভরা কালো বাক্সে সেই বিশ্বাসের রূপককে ধরলেন। এটাই হয়তো পিসি সরকারে জীবনের ম্যাজিক, সুখে থাকার ম্যাজিক। নিজের দীর্ঘ দাম্পত্য থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে, এই বাক্সে ভরলেন পিসি সরকার। আর অভিজ্ঞতার বাক্সই তুলে দিলেন মৌবনির স্বামীর হাতে।

মৌবনি সরকারের বিয়ে হল একবারে খাঁটি বাঙালি রীতি মেনে। বেনারসিকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে প্রথামেনে সাবেকি সোনার গয়না, টোপর। বিয়ের মেনুতে প্রাধান্য পেল বাঙালি পদ। মাছ, মিষ্টি, মটন– কিছুই বাদ গেল না। মা আর বোনেরা মিলে সেট করেছেন মৌবনির বিয়ের মেনু। বাবাও তাতেই সম্মতি জানিয়েছেন। সঙ্গে কনের পছন্দের খাবার তো ছিলই। পাত্র চন্দননগরের বাসিন্দা সৌম্য পেশায় রিসার্চ অ্যানালিস্ট। বিদেশে থাকতেন কিন্তু আপাতত রয়েছেন কলকাতায়।