প্রয়াত হলেন কাদের খানের ছেলে কুদ্দুস
কাদের খানের পুত্র আবদুল কুদ্দুস খানের প্রয়াণ। জীবনের শেষ কিছু বছর কানাডায় থাকতেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও তাঁর মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি।
প্রয়াত হলেন বলিউড অভিনেতা কাদের খানের পুত্র আবদুল কুদ্দুস খান। সূত্রের খবর, জীবনের শেষ কিছু বছর কানাডায় থাকতেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও তাঁর মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি।
২০১৮-র ৩১ ডিসেম্বর প্রয়াত হন কাদের। প্রায় ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ ছিলেন দর্শক। পাশাপাশি সংলাপ এবং চিত্রনাট্যকার হিসেবেও ইন্ডাস্টিতে বিশেষ পরিচিতি ছিল তাঁর। কিন্তু বাবার পথে হাঁটেননি কুদ্দুস।
View this post on Instagram
জানা গিয়েছে, প্রথম থেকেই লাইমলাইটে আসা অপছন্দ করতেন কুদ্দুস। সে কারণেই নাকি তিনি কখনও বাবার পেশা পছন্দ করেননি। কানাডায় নিরাপত্তা অফিসার হিসেবে কাজ করতেন। সফল পেশাদার ছিলেন কুদ্দুস।
প্রসঙ্গত, কাদের খানেরও মৃত্যু হয় কানাডায়। টরোন্টোয় তাঁর অন্তেষ্ট্যি সম্পন্ন হয়েছিল। কুদ্দুস ছাড়াও কাদেরের আরও দুই পুত্র সন্তান রয়েছেন। সারফরাজ খান এবং নওয়াজ খান। কুদ্দুস ছিলেন কাদেরের প্রথম পক্ষের সন্তান।
আরও পড়ুন, শ্রাবন্তীর জীবনের এক বিশেষ মানুষের আজ জন্মদিন, কে তিনি?
কুদ্দুস ছাড়া কাদেরের বাকি দুই ছেলে সিনেমার সঙ্গে যুক্ত। সারফরাজ অভিনেতা তথা প্রযোজক। ‘তেরে নাম’, ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’, ‘ওয়ান্টেড’-এর মতো ছবিতে কাজ করেছেন। নওয়াজ সিনেমায় সহকারী হিসেবে কাজ করেন। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না থাকলেও কুদ্দুসকে অনেকে চিনতেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রিয়জনেরা।