নায়ককে ঠাসিয়ে চড় মেরেই কেঁদে ফেললেন কাজল! নায়িকার সঙ্গে কী ঘটেছিল?

তবে কাজল কিন্তু একেবারে কেরিয়ারের শুরুতে এমনটা ছিলেন না। উল্টে কাজলের মতো নরম মনের মানুষ, তখন প্রায় দেখাই যেত না ফিল্ম ইন্ডাস্ট্রি। আর তাই তো প্রথম ছবিতে একটা দৃশ্যের শুটিংয়ের পর হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন কাজল!

নায়ককে ঠাসিয়ে চড় মেরেই কেঁদে ফেললেন কাজল! নায়িকার সঙ্গে কী ঘটেছিল?

|

Sep 10, 2025 | 5:20 PM

কাজল যে রগচটা, ঠোঁটকাটা নায়িকা, তা মোটামুটি গোটা মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি জানে। এমনকী, বহুবার গুঞ্জনে এসেছে শুটিং ফ্লোরে কাজল নাকি কথায় কথায় এতোটাই চটে যেতেন, যে শুটিং ফ্লোরের অন্যান্যরা তটস্থ হয়ে থাকতেন। তবে কাজল কিন্তু একেবারে কেরিয়ারের শুরুতে এমনটা ছিলেন না। উল্টে কাজলের মতো নরম মনের মানুষ, তখন প্রায় দেখাই যেত না ফিল্ম ইন্ডাস্ট্রি। আর তাই তো প্রথম ছবিতে একটা দৃশ্যের শুটিংয়ের পর হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন কাজল!

সময়টা নয়ের দশক। সদ্য় তখন বলিউড পা দিয়েছেন তনুজা কন্যা কাজল। ছবির নাম ‘বেখুদি’। কাজলের বিপরীতে নায়ক হিসেবে কমল সাদানা। এই ছবির একটি দৃশ্যে পরিচালকের কথায়, কমল সাদানাকে চড় মারতে হত। কিন্তু ক্য়ামেরা অন হওয়া মাত্রই কাজল পিছিয়ে আসছিলেন, কিছুতেই চড় মারতে পারছিলেন না কমল সাদানারকে। ফলে রিটেকের পর রিটেক। কাজলের উপর রীতিমতো রেগে গিয়েছিলেন পরিচালক। রেগেমেগে, কাজলকে তিনি বলেই দিলেন তোমার দ্বারা হবে না! ব্যস, পরিচালকের একথা শুনেই কাজলের যেন জেদ চেপে বসল, এরপরই কমলের গালে ঠাসিয়ে চড় মারলেন কাজল!

কাজল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ”কমল খুব ভদ্র একটা ছেলে। খুব শান্ত স্বভাবের। ওকে এমনটা করতে চায়নি। এতটাই খারাপ লেগেছিল যে আমি হোটেল রুমে ফিরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। পরে কমলই আমাকে বুঝিয়ে ছিল, এটা শুধুই একটা অভিনয়। কমলের একথা শুনে আমি সেদিন আরও কেঁদেছিলাম। ”