বাড়িতে খুশির বন্যা! হাজির শ্রীময়ীর পরিবারও, ছবি দিয়ে কী জানালেন কাঞ্চন?

Aug 12, 2024 | 9:06 PM

ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এর পরেই একের পর এক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁদের। রটেছে একের পর এক রটনাও। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। সে সবকে দূরে রেখেই বিগত বেশ কিছু মাসের মধ্যেই শ্রীময়ীর পরিবারকে আপন করে নিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক।

বাড়িতে খুশির বন্যা! হাজির শ্রীময়ীর পরিবারও, ছবি দিয়ে কী জানালেন কাঞ্চন?

Follow Us

ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এর পরেই একের পর এক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁদের। রটেছে একের পর এক রটনাও। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। সে সবকে দূরে রেখেই বিগত বেশ কিছু মাসের মধ্যেই শ্রীময়ীর পরিবারকে আপন করে নিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক। কাজ-অভিনয় সামলে এবার বাড়িতে নতুন উদযাপনে মেতে উঠলেন কাঞ্চন। সঙ্গে ছিলেন শ্রীময়ী। কেন হঠাৎ বাড়িতে খুশির জোয়ার তাঁর? ছবি দিয়ে কী জানালেন কাঞ্চন?

পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন কাঞ্চন। তাঁর ভাইপো রিওর জন্মদিন। সেই উপলক্ষেই শ্বশুর , জ্যাঠশ্বশুর, শ্যালক- শ্যালিকাদের সঙ্গে গ্র্যান্ড সেলিব্রেশন তাঁর। স্ত্রী সঙ্গে পোশাকেও রঙমিলান্তি। দু’জনেই পরেছেন কালো রঙের পোশাক। তাঁদের কেমন লাগছে তা নিয়ে অবশ্য সাধারণের মতপ্রকাশের জায়গা বন্ধ করেছেন কাঞ্চন। ইনস্টাগ্রাম প্রোফাইলটির কমেন্ট সেকশন ডিসেবল করে রেখেছেন তিনি।

প্রসঙ্গত, কিছু দিন আগেই বিয়ে করেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। তাঁদের বিয়ের সময় শোভনকে তুলনা করা হয়েছিল কাঞ্চনের সঙ্গে। তা নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন কাঞ্চন। তিনি বলেন, “একটা ফুটফুটে বাচ্চা ছেলে শোভন। সদ্য বিয়ে করেছে। ওকে নিয়ে এই নোংরামি বন্ধ হোক অবিলম্বে। কারও একাধিক সম্পর্ক তৈরি হলেই তাঁকে ‘দ্বিতীয় কাঞ্চন’ নামকরণ করা হবে, এটা একটা বিশ্রী বিষয়। খুবই নোংরা। এটা একেবারেই ঠিক না। আর সব ব্যাপারে আমাকে টানেন কেন আপনারা?”

Next Article