কাঞ্চনের জীবনের দারুণ সুখবর, জানালেন আগামী বছরই ‘সে’ আসছে

Kanchan Mullick: কাঞ্চন মল্লিকের জীবনে দারুণ সুখবর। পুজোর আবহেই শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে। যা শুনে অবাক সকলে। একই সঙ্গে সামাজিক মাধ্যমেও শুভেচ্ছার বন্যা। বাংলা ইন্ডাস্ট্রিতে ৩৩ বছরের অভিজ্ঞতা। এবার ভাগ্য যেন আরও একধাপ সদয় হল তাঁর উপর।

কাঞ্চনের জীবনের দারুণ সুখবর, জানালেন আগামী বছরই সে আসছে
কাঞ্চন মল্লিক, অভিনেতা-তৃণমূল সাংসদImage Credit source: Tv9 Bangla

Oct 08, 2024 | 10:45 PM

কাঞ্চন মল্লিকের জীবনে দারুণ সুখবর। পুজোর আবহেই শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে। যা শুনে অবাক সকলে। একই সঙ্গে সামাজিক মাধ্যমেও শুভেচ্ছার বন্যা। বাংলা ইন্ডাস্ট্রিতে ৩৩ বছরের অভিজ্ঞতা। এবার ভাগ্য যেন আরও একধাপ সদয় হল তাঁর উপর। বলিউডের হাই বাজেট ছবি ‘ভুলভুলাইয়া ৩’-তে দেখা যাবে তাঁকে। নিজের মুখেই তা জানালেন কাঞ্চন। শুধু কি তাই, একইসঙ্গে শেয়ার করে নিলেন প্রতিক্রিয়াও।

কাঞ্চনের কথায়, “৩৩ বছর হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক সম্মান আর পরিচিতি দিয়েছে। কিন্তু যে মুহূর্তে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, ভয় লাগে সেই প্রথম দিনের মতোই। কিন্তু সেখানে পৌঁছনোর পর সবাই বাংলা ইন্ডাস্ট্রির মতোই আমায় গ্রহণ করে নিয়েছে এ এক আলাদা ধরনের স্বীকৃতি। ভগবানকে অশেষ ধন্যবাদ আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমার আগামী কাজ ‘ভুলভুলাইয়া ৩’র জন্যও এই একই ধরনের ভালবাসা আমার দরকার। আগামী দীপাবলিতে হয়তো সে আসছে। গোটা ভুলভুলাইয়া ৩ টিমকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে কাজ করার জন্য।”

কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। তবে তাঁর অভিনয় ক্ষমতা বরাবরই বেশ উন্নত, সে কথা বলেন খোদ সমালোচকরাও। এবার সেই কেরিয়ার আরও একধাপ এগোল। কীভাবে তাঁকে ওই ছবিতে দেখা যাবে? টিভিনাইন বাংলাকে অভিনেতা বললেন,  তা ক্রমশ প্রকাশ্য। ছবিতে রয়েছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান সহ অনেকেই। রিলিজ হওয়ার এক বছর আগেই তাই ছবিটিকে হিটের তকমা দিয়ে ফেলেছেন নেটিজেনরাই।