হৃতিকের নগ্ন ছবি! আজও কঙ্গনা যা করেন তাতে চাপে পড়ে যান নায়ক

আকাশ মিশ্র |

Mar 13, 2025 | 7:06 PM

হৃতিক তাঁকে মিথ্যা প্রেমের জালে ফেলেছিলেন! এমনকী, হৃতিকের দিকে অভিযোগের আঙুল তুলে কঙ্গনা স্পষ্ট বলেছিলেন, তাঁর জীবন নষ্ট করেছে রাকেশ রোশনপুত্র। আর তাই সুযোগ পেলেই তিনি কটাক্ষের বন্যা বইয়ে দেন হৃতিকের নামে।

হৃতিকের নগ্ন ছবি! আজও কঙ্গনা যা করেন তাতে চাপে পড়ে যান নায়ক
Image Credit source: Instagram

Follow Us

পুরনো ক্ষত কি সহজে ভোলা যায়? নাহ, যায় না। আর তাই তো যখনই সেই মানুষটা কাছে এসে পড়ে, মাথার মধ্যে কিলবিল করতে শুরু করে চমর অপমানের দিনগুলোর কথা। এই সময় কি ভালো-মন্দের লজিক কাজ করে! হয়তো নয়, আর সেই কারণেই বার বার বদলা। জনতা কি আদালতে একবার হৃতিকের প্রসঙ্গ উঠতে কঙ্গনা রানাওয়াত ঠিক এমনটাই বলেছিলেন। তাঁর কথায়, হৃতিক তাঁর মন নিয়ে খেলেছেন। হৃতিক তাঁকে মিথ্যা প্রেমের জালে ফেলেছিলেন! এমনকী, হৃতিকের দিকে অভিযোগের আঙুল তুলে কঙ্গনা স্পষ্ট বলেছিলেন, তাঁর জীবন নষ্ট করেছে রাকেশ রোশনপুত্র। আর তাই সুযোগ পেলেই তিনি কটাক্ষের বন্যা বইয়ে দেন হৃতিকের নামে।

সময়টা ২০১৪। সদ্য় সুজান খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে হৃতিকের। ঠিক তখনই হৃতিকের জীবনে কঙ্গনার এন্ট্রি। গুঞ্জনে রয়েছে, প্যারিসে নাকি হৃতিক প্রোপোজ করেছিলেন কঙ্গনাকে। তবে ব্য়াপারটা রেখেছিলেন গোপনেই। তবে এই প্রেমের গল্পে হঠাৎই টুইস্ট। মুক্তি পেল কৃষ ৩। সেই ছবিতে হৃতিকের সঙ্গে কঙ্গনার জুটি সুপারহিট। ছবি হিটের সেই স্পটলাইট কমে আসতেই, হৃতিকের প্রেমও গায়েব। এমনটাই অভিযোগ তুলেছিলেন কঙ্গনা। তবে সেই অভিযোগের সঙ্গে যোগ হল কঙ্গনা ও হৃতিকের ইমেল যুদ্ধ!

কঙ্গনা তখন প্রকাশ্যেই জানিয়ে ছিলেন, তাঁর ইমেলে নাকি হৃতিক নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন। শুধু তাই নয়, কঙ্গনার দাবি হৃতিক নাকি কঙ্গনার থেকেও তেমনই ছবি চেয়েছিলেন। তবে হৃতিক তাঁর আইনজীবীর সাহায্য নিয়ে কঙ্গনার এই সব কথাকে ভ্রান্ত বলেই জানিয়ে ছিলেন। ২০১৫ সাল কঙ্গনা ও হৃতিকের সেই ইমেল যুদ্ধ ঝড় তুলেছিল বলিপাড়ায়।

তবে হৃতিক আইনে পথে হাঁটার পর, কঙ্গনা একটু চাপেই পড়েন। কিন্তু বলিউডের ঠোঁটকাটা নায়িকা বলে খ্যাত কঙ্গনা চুপ করে থাকেন না। এখনও যখন হৃতিকের ছবি মুক্তি পায়, তখন কঙ্গনা এগিয়ে আসেন। শুরু করেন সেই ছবির নেগেটিভ পাবলিসিটি। হাতে না মারলেও, হৃতিককে ভাতে মারতে সদা প্রস্তুত বলিউডের মণিকর্নিকা।