
কঙ্গনা রানাওয়াত। নিমন্ত্রণ পেয়েছিলেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেওয়ার। তেমনটাই করেছিলেন তিনি। আগের দিন পৌঁছিয়েছিলেন তিনি অযোধ্যায়। সেখানেই পৌঁছে জানিয়েছিলেন এই পবিত্র মুহূর্তের সাক্ষী থাকতে পারা ভাগ্যের ব্যপার। মন্দিরে প্রাঙ্গণে গিয়ে সকলের সঙ্গে দেখা করা থেকে শুরু করে, ঝাঁট দেওয়া, আনন্দে গা ভাসিয়ে দেওয়া, সবটাই করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তবে প্রথম থেকে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন তিনি, এই রাম জন্মভূমিতে পা রেখে তিনি ধন্য। প্রাণ প্রতিষ্ঠার সময় জয় শ্রীরাম ধ্বনী দিয়ে প্রণাম জানিয়েছিলেন তিনি। কঙ্গনার সেই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়। শাড়ি গহনাতে এদিন তিনি ছিলেন নজর কাড়া। আর রাম লালার আশীর্বাদ নিয়ে এসেই বড় সিদ্ধান্ত নিলেন কঙ্গনা রানাওয়াত। দীর্ঘ চর্চিত ছবি ইমার্জেন্সি মুক্তির দিন ঘোষণা করলেন তিনি।
কঙ্গনা জানালেন, ইমার্জেন্সি আমার সব থেকে বড় স্বপ্নের প্রজেক্ট। মণিকরণিকার পর পরিচালক হিসেবে আমার দ্বিতীয় প্রজেক্ট। প্রাথমিকভাবে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের নভেম্বরে। এবার সামনে এল নতুন দিন। ১৪ জুন মুক্তি পেতে চলেছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন কঙ্গনা রানাওয়াত।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই জল্পনা কেন্দ্রে জায়গা করে নিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি ইমার্জেন্সি। ছবির প্রথম লুক মুক্তি পাবার পর থেকেই রাতারাতি ভাইরাল হয়েছিল কঙ্গনা রানাওয়াত। এই নিয়ে দ্বিতীয় বার বায়োপিকে অভিনয় করছেন কঙ্গনা। প্রথমে জয়ললিতার বায়োপিকে দেখা যায় তাঁকে, ছবির নাম ছিল থালাইথি। তবে সেখানে জয়ললিতার লুকে রীতিমতো ট্রোল থেকে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। রাতারাতি ছড়িয়ে পড়া সেই ট্রোল কটাক্ষকেই এবার বুড়ো আঙ্গুল দেখিয়ে ইন্দিরা গান্ধীর লুকে নজর করলেন অভিনেত্রী। প্রথম লুক সামনে আসতেই প্রশংসা ছড়িয়েছিল নেট পাড়ায়। প্রথম মুক্তি পাওয়ার টিজ়ারেও নজর কেটেছিলেন তিনি।