
আবার কঙ্গনার রাণাওতের নাম উঠে এল শিরোনামে। আবার এক নতুন কন্ট্রোভার্সিতে জড়াল কঙ্গনার নাম। পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলিজিৎ দোসঞ্জ এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কৃষকে আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে কঙ্গনা একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে আন্দোলনকারী কৃষকদের কৃষি বিল সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে, এবং তাঁরা সঠিকভাবে উত্তর দিতে পারছেন না। ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটি রিটুইট করে কঙ্গনা লেখেন, ‘আমি চাই দিলিজিৎ দোসঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়া যারা লোকাল অ্যাক্টিভিস্টস হয়ে উঠেছে, তারা একটি ভিডিও বানিয়ে কৃষকদের বলুক যে কী কারণে তাঁরা এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁরা দু’জনে কৃষকদের প্ররোচিত করে, হাওয়া হয়ে গেছে। আর এখন দেখুন কৃষকদের এবং দেশের কী হাল।”
मैं चाहती हूँ कि @diljitdosanjh और @priyankachopra जी जो किसानों केलिये लोकल क्रांतिकारियों की भूमिका में दिखे कम से कम एक विडीओ की माध्यम से किसानों को ये तो बताएँ की उनको विरोध किस बात का करना है,दोनों किसानों को भड़काकर ग़ायब हो गए हैं, और देखो किसानों की और देश की ये हालत है। https://t.co/k6G8YRVItQ
— Kangana Ranaut (@KanganaTeam) December 16, 2020
তিনি ফের টুইট করেন যে কৃষকদের প্ররোচিত করার জন্য এই সেলিব্রিটিদের কোনও ধরনের তদন্ত বা মামলার মুখোমুখি হওয়া উচিত কি না।
Cost of farmers protests so far 70,000 crores, because of dharna economic slowdown in neighbouring industries and small factories, might lead to riots, @diljitdosanjh and @priyankachopra you understand our actions have serious consequences please tell me who will pay for this? https://t.co/1KHSuFyQTo
— Kangana Ranaut (@KanganaTeam) December 16, 2020
আরেক টুইটে কঙ্গনা লেখেন, “ধর্না আন্দোলনে প্রায় ৭০,০০০ কোটি টাকার ক্ষয় হয়েছে। অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। প্রতিবেশী শিল্প এবং ছোট কারখানাগুলিতে দাঙ্গার কারণ হতে পারে এই আন্দোলন। দিলিজিৎ দোসঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়া আপনারা বুঝতে পারছেন কার্যকলাপ কী ভয়ঙ্কর পরিণতি আনতে চলেছে? এর ক্ষতিপূরণ কে দেবে?”
Alleged Farmers at Singhu Border have no idea, what they’re protesting against.
Clueless people are fed 2-3 points by their leaders, they are just repeating those points.
1/2 pic.twitter.com/yPs2Scv7v2
— Abhishek Panchal (@ipradhanjii) December 15, 2020
দিলজিৎ দোসঞ্জ অবশ্য কঙ্গনার টুইটের সরাসরি কোনও প্রতিক্রিয়া জানাননি, তবে তিনি টুইট করে লেখেন, “শুনুন, লেজকে কখনও সোজা করা যায় না। এখন নিশ্চিত হলাম।”
Suneya C..
Poonch Sidhi Ni Ho Sakdi..
Confirm Ho Geya Bai.. ?
— DILJIT DOSANJH (@diljitdosanjh) December 16, 2020