মোদি-ট্রাম্পকে নিয়ে পোস্ট করে বিপাকে কঙ্গনা! শেষমেশ জেপি নাড্ডার নির্দেশে হল ডিলিট, কী লিখেছিলেন অভিনেত্রী-সাংসদ?

প্রথম থেকেই মোদী ভক্ত, তার উপর বিজেপির সাংসদ কঙ্গনা, ভেবেছিলেন সোশাল মিডিয়ায় মোদির জয়গান গাইলে বুঝি, গেরুয়া শিবির থেকে লেটার মার্কস জুটবে।

মোদি-ট্রাম্পকে নিয়ে পোস্ট করে বিপাকে কঙ্গনা! শেষমেশ জেপি নাড্ডার নির্দেশে হল ডিলিট, কী লিখেছিলেন অভিনেত্রী-সাংসদ?

|

May 16, 2025 | 4:24 PM

বিতর্কে থাকাটা একেবারে জলভাত বানিয়ে ফেলেছেন কঙ্গনা রানাওয়াত। কখনও মুখ খুলে, তো কখনও টুইট করে। বার বার নিজেকে বিপদে ফেলেছেন তিনি। তবে এবারটি যে এমন হবে, তা আন্দাজও করতে পারেননি কঙ্গনা রানাওয়াত। প্রথম থেকেই মোদী ভক্ত, তার উপর বিজেপির সাংসদ কঙ্গনা, ভেবেছিলেন সোশাল মিডিয়ায় মোদির জয়গান গাইলে বুঝি, গেরুয়া শিবির থেকে লেটার মার্কস জুটবে। কিন্তু হল উল্টোটাই। মোদী ও ট্রাম্পকে নিয়ে টুইট করে রীতিমতো বিপাকে পড়লেন তিনি। খোদ জেপি না়ড্ডা মাঠে নেমে, কঙ্গনাকে পোস্ট ডিলিট করতে বাধ্য করালেন।

তা কী এমন লিখেছিলেন কঙ্গনা?

সম্প্রতি অ্য়াপেল কোম্পানির জিনিস ভারতে তৈরি না করার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মন্তব্যের সূত্র ধরেই কঙ্গনা ডোনাল্ড ট্রাম্প ও মোদীর বিস্তর তুলনা করে বুঝিয়েছেন মোদীকে ট্রাম্পের ঈর্ষা করার কথাও। এমনকী, ট্রাম্পের তুলনায় মোদির যে জনপ্রিয়তা বেশি, তাও এই পোস্টে দাবি করেন কঙ্গনা। কঙ্গনার এমন টুইট দেখেই জেপি নাড্ডা ফোন করে কঙ্গনাকে পোস্ট ডিলিট করার কথা বলেন। কঙ্গনা, নতুন পোস্টে জেপি নাড্ডার সঙ্গে তাঁর কথোকথনের কথাও তুলে ধরেন। কিন্তু ডিলিটে আগেই কঙ্গনার সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।