
এমনিতে নিজের কাজের জন্য যতটা চর্চায় থাকেন বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত, ততটাই চর্চিত থাকেন নিজের ব্যক্তিগত জীবনে আলটপকা মন্তব্যের জন্য। সম্প্রতি কঙ্গনা ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি দলের হয়ে সাংসদ নির্বাচিত হন। তবে নিজের সিনেমার কাজ ও রাজনৈতিক দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকেন কঙ্গনা। অবশেষে দিল্লির সাংসদদের জন্য বরাদ্দ বাংলোতে গৃহপ্রবেশ করলেন। ৩০ এপ্রিল অক্ষয়তৃতীয়ার শুভ দিনে দিল্লির এই বাড়িতে গৃহপ্রবেশ সারলেন। পরনে শাড়ি সাবেকি সাজে মাথায় মঙ্গল ঘট নিয়ে বাড়িতে প্রবেশ করেন। পুজোর আয়োজন করেন। সঙ্গে ছিল তাঁর পরিবারের সকলে।তাঁর স্যোসাল মিডিয়ায় পোস্ট করেছেন গৃহপ্রবেশের ছবি। তাতে কঙ্গনা লেখেন, ‘অবশেষে আমি দিল্লির বাড়িতে প্রবেশ করার সময় বের করতে পারলাম।’
প্রসঙ্গত, হিন্দি সিনেমার জগতে কঙ্গনাকে হিরোইন না বলে শিরো বলা যেতেই পারে, নিজের প্রযোজনা ও পরিচালনায় নতুন নতুন কাহিনি দর্শকদের সামনে নিয়ে আসছেন। তাঁর সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’ দর্শকদের ভালোবাসা পেয়েছে। ইতিমধ্যে চারটি জাতীয় পুরস্কার অভিনেত্রীর ঝুলিতে। পদ্মশ্রী পদকেও ভূষিত হয়েছেন কঙ্কনা রানাওয়াত। খবরে শোনা যাচ্ছে এর পর অভিনেত্রী তাঁর সুপারহিট ছবি ‘তনু ওয়েডস মনু’ ছবির সহ-অভিনেতা আর মাধবনের সঙ্গে অভিনয় করতে চলেছেন নতুন একটি প্রজেক্ট।যা শোনা যাচ্ছে, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার হতে চেলেছে।