
মধ্যরাতে আচমকা স্ট্রাইক ভারতের। পাক জঙ্গি ঘাটিতে আক্রমণ চালিয়ে ভারত বুঝিয়ে দিল পহেলগাঁও হামলার ফল কী হতে পারে। উরি, বালাকোটের পর এবার অপারেশন সিঁদুর। পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের তৈরি হওয়া একটা পর একটা জঙ্গি গোষ্ঠীর সদর দফতর থেকে শাখা দফতর ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের এই অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বাস গোটা দেশে। বুধবার ভোর থেকেই সোশাল মিডিয়ায় উপচে পড়েছে ভারত মাতা কি জয়ের স্লোগান। সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়েছে আট থেকে আশি।
ভারতের এই অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকারাও। অক্ষয় থেকে সুনীল শেট্টি, দীপিকা থেকে আলিয়া সবাই অপারেশন সিঁদুরকে কুর্ণিশ জানিয়েছেন। অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।
কী বললেন কঙ্গনা রানাওয়াত?
সংবাদ সংস্থা এএনআইকে কঙ্গনা জানিয়েছেন, দেশে এখন যুদ্ধ চলছে, আমার বেশ নার্ভাস। আমাদের সেনাবাহিনী আমাদের রক্ষা করছেন। ভগবান তাঁদের রক্ষা করবে। পহেলগাঁওয়ের ঘটনায় যে পরিবার সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, তাঁদের বদলাই হল এই অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাকে কুর্ণিশ।
#WATCH | Delhi: On #OperationSindoor, BJP MP Kangana Ranaut says, ” Country is in a war and we are all nervous. Our security forces protect us, may God protect them…PM Modi named this operation as Operation Sindoor. At the sight of our mothers and daughters, their husbands were… pic.twitter.com/ymlUHvxVx7
— ANI (@ANI) May 7, 2025