প্রথমেই ওটিটিতে স্ট্রিমিং নয়, ‘থালাইভি’ রিলিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপট কঙ্গনা
ইন্ডাস্ট্রিতে খবর রটেছিল ‘থালাইভি’ সিনেমা হলে পরে রিলিজ করলেও ওটিটিতে আগে স্ট্রিমিং হবে। এই নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু সমস্ত জল্পনা-কল্পনায় জল ঢেলে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত নিজে।
‘থালাইভি’ নিয়ে উত্তজনা ছিল তুঙ্গে। কঙ্গনা রানাওয়াত যথেষ্ট আশাবাদী ছিলেন এই ছবি নিয়ে। ‘থালাইভি’ আক্ষরিক অর্থে ‘বিগ টিকিট মুভি’। কোভিড পরিস্থিতিতে হলে দর্শক টানতে এই রকমই একটা ‘বিগ টিকিট মুভি’-র জন্য অপেক্ষা করছিলেন প্রযোজক এবং সিনেমা হলের মালিকরা। কিন্তু সেই আশায় জল ঢালল খোদ করোনা। সারা দেশে করোনা-গ্রাফ ঊর্ধমুখী। সেই কারণেই ছবি রিলিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রযোজনা সংস্থা।
কথা ছিল, ২৩ এপ্রিল সারা দেশে মুক্তি পাবে ‘থালাইভি’। কিন্তু আপাতত ছবির মুক্তি পিছিয়ে গেল। গোটা দেশে করোনা সংক্রমণ ফের হু হু করে বাড়ছে। দেশের অনেক জায়গায় আবার লক ডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্রে ৩০ এপ্রিল পর্যন্ত সপ্তাহান্তিক লক ডাউন। চলছে কার্ফু। নতুন করে সারা দেশে লকডাউনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই আর রিস্ক নিতে চান না প্রযোজক।
ইন্ডাস্ট্রিতে খবর রটেছিল ‘থালাইভি’ সিনেমা হলে পরে রিলিজ করলেও ওটিটিতে আগে স্ট্রিমিং হবে। এই নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু সমস্ত জল্পনা-কল্পনায় জল ঢেলে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত নিজে। তিনি সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার জানিয়েছেন ‘থালাইভি’ প্রথমে সিনেমা হলেই রিলিজ করবে। তারপর ওটিটিতে স্ট্রিমিং হবে। তিনি আরও জানিয়েছেন অ্যামাজন এবং নেটফ্লিক্সের কাছে এই ছবির কপি রাইট থাকলেও সিনেমা হলে রিলিজের আগে কোনও ওটিটিই এই ছবি স্ট্রিমিং করতে পারবে না। তিনি বার বার তাঁর দর্শকদের কাছে আর্জি জানিয়েছেন মুভি মাফিয়াদের এই গুজবে তাঁরা যেন কান না দেন। ‘থালাইভি’ প্রথমে সিনেমা হলেই রিলিজ করবে। তবে কবে রিলিজ করতে পারে তা নিয়ে কিছু বলেননি তিনি।
আরও পড়ুন :‘আপনি পুরুষরূপী কঙ্গনা’, সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্য রণবীর শোরেকে, কী বললেন অভিনেতা?
জয়ললিতার বায়োপিক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। অভিনেত্রী থেকে কীভাবে উনি একজন রাজনীতিবিদ হয়ে উঠলেন তা নিয়েই বোনা হয়েছে ছবির গল্প। পরিচালনায় এ এল বিজয়।জয়ললিতার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে নিংড়ে দিয়েছেন কঙ্গনা। প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছিলেন “ এই প্রথম আমি কোনও সুপারহিউম্যান মহিলার চরিত্রে অভিনয় করলাম। শুধু অভিনয় নয়, আমার শরীরটাকেও অনেকটা ভাঙতে হয়েছে। ২০ কেজি ওজন বাড়াতে হয়েছে। আমার ব্যাক সাইড ক্ষতিগ্রস্থও হয়েছে। কিন্তু আমি পারফেকশনের জন্য সবকিছু করতে পারি।”