AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এরা তো নেকড়ে…’, ১ লাখ টাকা বিদ্যুৎ বিল হাতে পেয়ে বিস্ফোরক কঙ্গনা

Kangana Ranaut: হঠাৎ কেন চর্চায় আবার নায়িকা? কোনও ছবি বা বিতর্কিত মন্তব্যের জেরে নয়—সমালোচনার কেন্দ্রে এবার হিমাচল প্রদেশে তাঁর মানালির বাড়িতে আসা বিদ্যুৎ বিল।

'এরা তো নেকড়ে...', ১ লাখ টাকা বিদ্যুৎ বিল হাতে পেয়ে বিস্ফোরক কঙ্গনা
| Updated on: Apr 10, 2025 | 12:15 PM
Share

বলিউডের ‘ক্যুইন’ এখন সংসদীয় রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করেছেন। হিমাচলের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ পদে রয়েছেন এখন কঙ্গনা রানাওয়াত। হঠাৎ কেন চর্চায় আবার নায়িকা? কোনও ছবি বা বিতর্কিত মন্তব্যের জেরে নয়—সমালোচনার কেন্দ্রে এবার হিমাচল প্রদেশে তাঁর মানালির বাড়িতে আসা বিদ্যুৎ বিল।

সম্প্রতি এক রাজনৈতিক সভায় এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন কঙ্গনা। জানান, তিনি ওই বাড়িতে থাকেন না। তবু বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল এসেছে। এই ঘটনাকে ‘দুর্নীতি ও অব্যবস্থার ছবি’ বলে কটাক্ষ করে রাজ্যের কংগ্রেস সরকারকে তুলোধোনা করেন তিনি।১ লাকঙ্গনার কথায়, “এই মাসে আমার মানালির বাড়িতে ১ লক্ষ টাকা ইলেকট্রিক বিল এসেছে, যেখানে আমি থাকিও না। এটা দেখে লজ্জা লাগে। আমাদের রাজ্যে কী চলছে? এরা তো নেকড়ে। আমাদের সবাইকে একসঙ্গে এই নেকড়ে দল থেকে রাজ্যকে বাঁচাতে হবে।”

এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে চর্চা। কেউ বলছেন ‘জনতার স্বার্থে সত্য বলছেন কঙ্গনা’, কেউ আবার কটাক্ষ করছেন ‘পাবলিসিটি স্টান্ট’ বলে। তবে একটা বিষয় স্পষ্ট, পর্দার সাহসী কঙ্গনা রাজনীতির ময়দানে এসেও একচুল পিছিয়ে না গিয়ে, ততটাই সাবলীল ও দৃঢ়তার সঙ্গে লড়াই করছেন।