‘রাষ্ট্রপতির নাম জানে না, এরা কেমন মানুষ!’, হঠাৎ কেন গর্জে উঠলেন কঙ্গনা?

পরিচালকদের একপেশে ব্যবহার, সবের বিরুদ্ধেই বার বার মুখ খুলতে দেখা গিয়েছে কঙ্গনাকে। বিতর্কের মুখে পড়েছেন প্রচুর। কিন্তু ওসবকে পাত্তা দেননি। বরং কঙ্গনা বরাবরই ডাকাবুকো। আর এবার ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বরং দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উপর রেগে লাল অভিনেত্রী।

রাষ্ট্রপতির নাম জানে না, এরা কেমন মানুষ!, হঠাৎ কেন গর্জে উঠলেন কঙ্গনা?

|

May 12, 2025 | 2:56 PM

বরাবরই বলিউডের ঠোঁটকাটা নায়িকা নামে পরিচিত কঙ্গনা রানাওয়াত। আর এখন তো তিনি আবার বিজেপি সাংসদও। বলিউডে নেপোটিজম থেকে শুরু করে পরিচালকদের একপেশে ব্যবহার, সবের বিরুদ্ধেই বার বার মুখ খুলতে দেখা গিয়েছে কঙ্গনাকে। বিতর্কের মুখে পড়েছেন প্রচুর। কিন্তু ওসবকে পাত্তা দেননি। বরং কঙ্গনা বরাবরই ডাকাবুকো। আর এবার ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বরং দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উপর রেগে লাল অভিনেত্রী।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি কঙ্গনা তাঁর সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, একজন রাস্তায় রাস্তায় ঘুরে নতুন প্রজন্মের কাছে দেশকে নিয়ে নানা প্রশ্ন করছেন। সেই ভিডিয়োতেই দেখা গেল বেশ কয়েকজন নতুন প্রজন্মের ছেলেমেয়ে রাষ্ট্রপতির নামই ঠিক করে বলতে পারলেন না! অনেকে তো দ্রৌপদী মুর্মুর বদলে বলে ফেললেন ম্রুণালি বোধ হয়! আর এমন ভিডিয়ো দেখেই রেগে লাল কঙ্গনা।

কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে স্পষ্ট লিখলেন, যুদ্ধ আমাদের না মারতে পারলেও, এই প্রজন্মের শিক্ষা, জ্ঞান আমাদের একদিন মেরেই ফেলবে! ছিঃ, রাষ্ট্রপতির নাম জানে না! এরা কি মানুষ?