প্রস্থেটিক মেকআপের জন্য নিজের মুখের মাপ দিয়েছেন তিনি। অ্যাকশন সিকোয়েন্সের অনুশীলনও করছন নিয়মিত। সে ভিডিও পোস্টও করেন। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন আন্তর্জাতিক স্টান্ট পারফর্মার স্টুয়ার্ট জে উইলিয়ামসন। কঙ্গনা লেখেন “মানালিতে সারাদিন ধরে স্টুয়ার্টের সঙ্গে ধরে ‘ধক্কড়’-এর অ্যাকশন রিহার্সাল চলছে। আমি ‘জয়া মা’র রাজনৈতিক জগতকে তাড়াতাড়ি পিছনে ফেলে এসেছি এবং এজেন্ট অগ্নির জগতে ঘুষি এবং লাথির সঙ্গে প্রবেশ করেছি। হাড়গোড় ভেঙে, চোখের মণি খুবলে নেওয়া আমার সবচেয়ে পছন্দের জিনিস।”
মূল বিষয় ‘ধক্কড়’ ছবির জন্য কঠোর পরিশ্রম করছেন কন্ট্রোভার্সিয়াল কুইন কঙ্গনা। আজ সে-ই ফিল্মের এক ‘রক্তাক্ত’ লুকের ছবি পোস্ট করলেন। একেবারে ইনটেন্স লুকে কঙ্গনা। হাতে তলোয়ার। চারপাশে রক্ত। আর কঙ্নার পিছনে পড়ে রয়েছে একাধিক মরদেহ। কঙ্গনার ভাব এমন যেন তাঁদের হত্যা করেছেন কঙ্গনা নিজে।
‘ধক্কড়’-এর প্রথম পোস্টার শেয়ার করে ক্যাপশানে কঙ্গনা লেখেন, ‘সে নির্ভীক, সে জ্বলছে! সে এজেন্ট অগ্নি, ভারতের প্রথম মহিলা লিড অ্যাকশন থ্রিলার।’
২০১৯-এর অগাস্ট মাসে ৪৫ সেকেন্ডের ‘ধক্কড়’ টিজারে কঙ্গনাকে দেখা যায় রণংদেহী রূপে। তিনি হেঁটে আসছেন হাতে বন্দুক এবং তার মুখে-ঘাড়ে রয়েছে চাপ চাপ রক্ত।
২০২০ সালে দিওয়ালিতে ঠিক ছিল মুক্তি পাবে ‘ধক্কড়’। কিন্তু প্যান্ডেমিকের কারণে তা পিছিয়ে যায়। আজ কঙ্গনার শেয়ার করা ‘ধক্কড়’-এর পোস্টারে লেখা রয়েছে ১ লা অক্টোবর ২০২১-এ রিলিজ হবে কঙ্গনা রাণাওয়াত অভিনাত ‘ধক্কড়’।
প্রস্থেটিক মেকআপের জন্য নিজের মুখের মাপ দিয়েছেন তিনি। অ্যাকশন সিকোয়েন্সের অনুশীলনও করছন নিয়মিত। সে ভিডিও পোস্টও করেন। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন আন্তর্জাতিক স্টান্ট পারফর্মার স্টুয়ার্ট জে উইলিয়ামসন। কঙ্গনা লেখেন “মানালিতে সারাদিন ধরে স্টুয়ার্টের সঙ্গে ধরে ‘ধক্কড়’-এর অ্যাকশন রিহার্সাল চলছে। আমি ‘জয়া মা’র রাজনৈতিক জগতকে তাড়াতাড়ি পিছনে ফেলে এসেছি এবং এজেন্ট অগ্নির জগতে ঘুষি এবং লাথির সঙ্গে প্রবেশ করেছি। হাড়গোড় ভেঙে, চোখের মণি খুবলে নেওয়া আমার সবচেয়ে পছন্দের জিনিস।”
মূল বিষয় ‘ধক্কড়’ ছবির জন্য কঠোর পরিশ্রম করছেন কন্ট্রোভার্সিয়াল কুইন কঙ্গনা। আজ সে-ই ফিল্মের এক ‘রক্তাক্ত’ লুকের ছবি পোস্ট করলেন। একেবারে ইনটেন্স লুকে কঙ্গনা। হাতে তলোয়ার। চারপাশে রক্ত। আর কঙ্নার পিছনে পড়ে রয়েছে একাধিক মরদেহ। কঙ্গনার ভাব এমন যেন তাঁদের হত্যা করেছেন কঙ্গনা নিজে।
‘ধক্কড়’-এর প্রথম পোস্টার শেয়ার করে ক্যাপশানে কঙ্গনা লেখেন, ‘সে নির্ভীক, সে জ্বলছে! সে এজেন্ট অগ্নি, ভারতের প্রথম মহিলা লিড অ্যাকশন থ্রিলার।’
২০১৯-এর অগাস্ট মাসে ৪৫ সেকেন্ডের ‘ধক্কড়’ টিজারে কঙ্গনাকে দেখা যায় রণংদেহী রূপে। তিনি হেঁটে আসছেন হাতে বন্দুক এবং তার মুখে-ঘাড়ে রয়েছে চাপ চাপ রক্ত।
২০২০ সালে দিওয়ালিতে ঠিক ছিল মুক্তি পাবে ‘ধক্কড়’। কিন্তু প্যান্ডেমিকের কারণে তা পিছিয়ে যায়। আজ কঙ্গনার শেয়ার করা ‘ধক্কড়’-এর পোস্টারে লেখা রয়েছে ১ লা অক্টোবর ২০২১-এ রিলিজ হবে কঙ্গনা রাণাওয়াত অভিনাত ‘ধক্কড়’।